শেষ আপডেট: 8th January 2025 23:32
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পদ্মশ্রী প্রীতিশ নন্দী। ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। মাত্র ২৬ বছর বয়সে পদ্মশ্রী পেয়েছিলেন তিনি।
১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে জন্ম প্রীতিশ নন্দীর। লেখাপড়ার জন্য ছাত্রজীবন কেটেছে কলকাতায়। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা।
রাজনীতির জগত থেকেও দূরে থাকেননি তিনি। ১৯৯৮ সালে রাজ্যসভায় শিবসেনার প্রতিনিধিত্ব করেন। দীর্ঘদিন সংগ্রাম করেছেন পশুদের অধিকার নিয়েও।
তাঁর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র জগত। কাছের বন্ধুর মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুপম খের। স্মৃতিচারণা করে একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা। লেখেন, 'আমার সবচেয়ে প্রিয় এবং কাছের বন্ধুর মৃত্যুতে আমি শোকাহত এবং মর্মাহত। একজন অসামান্য কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা ও সাহসী সাংবাদিক। মুম্বইয়ে আমার কেরিয়ার শুরুতে ও আমার পাশে ছিল। আমাকে মনের জোর দিয়েছে বিরাট। আমরা অনেক কিছু শেয়ার করেছি একটা সময়ে। ও খুবই নির্ভীক মানুষ। আমি অনেক কিছু শিখেছি। যদিও পরবর্তীতে আমাদের যোগাযোগ কমে গিয়েছিল তবুও একসময় আমরা ছিলাম খুব কাছের। ও একবার আমাকে ফিল্মফেয়ারে কভারে ছেপে এমন চমকে দিয়েছিল। আরেকবার ইলাস্ট্রেডেট উইকলির কভারে ছেপেও চমকেছিল। আমি কোনওদিন ভুলব না সেসব। বন্ধুত্বের এমন নিদর্শন কমই পাওয়া যায়। ওকে এবং আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো চিরকাল মিস করব।'
Deeply deeply saddened and shocked to know about the demise of one of my dearest and closest friends #PritishNandy! Amazing poet, writer, filmmaker and a brave and unique editor/journalist! He was my support system and a great source of strength in my initial days in Mumbai. We… pic.twitter.com/QYshTlFNd2
— Anupam Kher (@AnupamPKher) January 8, 2025
প্রীতিশ নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লেখেন, 'প্রীতিশ নন্দীর কলম, কণ্ঠস্বর ও দৃষ্টিভঙ্গি যেভাবে শিল্পজগৎকে প্রভাবিত করেছে, কাজের মাধ্যমে এমনভাবে প্রভাব বিস্তার করার নিদর্শন এমন কমই আছে। প্রকৃত প্রতিভাবান, কাজের মাধ্যমেই ওঁ চিরকাল জীবিত থাকবেন।'
Pritish Nandy’s pen, voice, and vision shaped art, media, and thought in ways few could. A true polymath, his legacy will endure. Rest in peace.#PritishNandy
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 8, 2025