
দ্য ওয়াল ব্যুরো: সিলভার স্ক্রিন থেকে বহুদিন দূরে ছিলেন প্রীতি জিন্টা। ফ্যানরা তো ভেবেই নিয়েছিলেন বোধহয় স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন তিনি। মাঝে অবশ্য ব্রিটিশ বিয়ে করার সুবাদে একবার সংবাদ শিরোনামে এসেছিলেন। তবে তারপর আবার বেপাত্তা। কয়েকটা ইনস্টাগ্রাম পোস্ট আর আইপিএলের মাঠে টিম কিং ইলেভেন পাঞ্জাবের সঙ্গে ছাড়া আর বিশেষ কোথাও দেখা যায়নি প্রীতিকে।
তবে এ বার ফের পর্দায় ফিরছেন তিনি। জুটি বেঁধেছেন সানি দেওলের সঙ্গে। ছবির নাম ‘ভাইয়াজি সুপারহিট’। এই ছবিতে প্রীতি জিন্টার চরিত্রের নাম ‘স্বপ্না দুবে’। সানি দেওল এবং প্রীতি জিন্টা ছাড়াও এই ছবিতে রয়েছেন আরশাদ ওয়ার্সি, শ্রেয়স তালপাড়ে এবং আমিশা প্যাটেল। পরিচালনায় নীরজ পাঠক।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। ফিল্ম সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটও করেছেন সেই পোস্টারের ছবি। আগামী ১৯ অক্টোবর রিলিজ হবে প্রীতি জিন্টার কামব্যাক ছবি ‘ভাইয়াজি সুপারহিট’।
Preity G Zinta… New poster of #BhaiajiSuperhit… Stars Sunny Deol, Preity G Zinta, Arshad Warsi, Shreyas Talpade and Ameesha Patel… Directed by Neerraj Pathak… 19 Oct 2018 release. pic.twitter.com/xJOLcEkhwe
— taran adarsh (@taran_adarsh) August 7, 2018