Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Kiara Advani-'First Bikini Shot'

ঝড় তুলতে আসছে ‘ওয়ার-২’! টিজারে প্রথমবার বিকিনিতে কিয়ারা!

হ্যাঁ, ঠিকই পড়ছেন! ‘ওয়ার-২’-তেই কিয়ারার প্রথম অন-স্ক্রিন বিকিনি লুক, যা টিজারে মাত্র এক সেকেন্ডের জন্য দেখা গেলেও ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। টিজারজুড়ে রয়েছে ট্রেনের ছাদে অ্যাকশন, গাড়ি ধাওয়া, হাতাহাতি, মারামারি, বিস্ফোরণ আর শুধু স্টাইল। প্রতিটি দৃশ্যেই ছড়িয়ে রয়েছে উচ্চমানের প্রোডাকশন ভ্যালু। প্রীতম-এর কাঁপানো ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো টিজারকে করে তোলে আরও আগ্রাসী। 

ঝড় তুলতে আসছে ‘ওয়ার-২’! টিজারে প্রথমবার বিকিনিতে কিয়ারা!

কিয়ারা

শেষ আপডেট: 20 May 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: স্টার পাওয়ার, অ্যাকশন আর গ্ল্যামারে ঠাসা ‘ওয়ার-২’-র প্রথম ঝলক এবার অফিসিয়ালি সামনে এসেছে! এবং বিশেষ চমক হিসেবে এটি মুক্তি পেল জুনিয়র এনটিআর-এর জন্মদিনে! এমন দিনেই হল বলিউডে তাঁর প্রবেশের সূচনা।
টিজারের শুরুতেই শোনা যায় জুনিয়র এনটিআর-এর গম্ভীর ও তীব্র কণ্ঠস্বর: ‘কবীর ছিল সেরা এজেন্ট... এখন আর নয়।’ এই সংলাপেই যেন বদলে যায় গোটা খেলা। গায়ে হালকা পোশাক, হাতে গ্রেনেডের বেল্ট— নতুন অবতারে তাণ্ডব চালাতে হাজির জুনিয়র এনটিআর! তাঁর পর্দায় উপস্থিতি এককথায় বজ্রপাত! এরপর একে একে ধরা দেয় হৃতিক রোশন, আহত কিন্তু এক রাগড লুকে, এবং এক ঝলকে কিয়ার আদবানি— ঝলমলে গ্ল্যাম লুকে যিনি এবার প্রথমবারের মতো স্ক্রিনে বিকিনি পরলেন।


হ্যাঁ, ঠিকই পড়ছেন! ‘ওয়ার-২’-তেই কিয়ারার প্রথম অন-স্ক্রিন বিকিনি লুক, যা টিজারে মাত্র এক সেকেন্ডের জন্য দেখা গেলেও ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। টিজারজুড়ে রয়েছে ট্রেনের ছাদে অ্যাকশন, গাড়ি ধাওয়া, হাতাহাতি, মারামারি, বিস্ফোরণ আর শুধু স্টাইল। প্রতিটি দৃশ্যেই ছড়িয়ে রয়েছে উচ্চমানের প্রোডাকশন ভ্যালু। প্রীতম-এর কাঁপানো ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো টিজারকে করে তোলে আরও আগ্রাসী। 

 


কিয়ারা আদবানির ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, এটাই তার প্রথম যশ রাজ ফিল্মস-এর ছবি, প্রথম অয়ন মুখোপাধ্যায় পরিচালিত প্রজেক্ট, প্রথমবার হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর -এর সঙ্গে স্ক্রিন শেয়ার, আর এটাই তাঁর প্রথম অভিনীত অ্যাকশন সিনেমা, এবং ‘অবশ্যই’, তাঁর প্রথম বিকিনি লুক!
ব্যক্তিগত জীবনেও এখন দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিয়ারা। স্বামী সিদ্ধার্থ মালহোত্রা-এর সঙ্গে তাঁদের প্রথম সন্তান আসছে। ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে সেই ঘোষণা করে, মেট গালা ২০২৫-এর রেড কার্পেটে প্রথমবার নিজের বেবি বাম্প ফ্লন্টও করলেন তিনি।


‘ওয়ার-২’ মূলত ২০১৯ সালের সুপারহিট ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েল, যেখানে ছিলেন হৃতিক রোশন, টাইগার শ্রফ ও বাণী কাপুর।
এই নতুন ছবিতে পরিচালক হিসেবে রয়েছেন অয়ন মুখোপাধ্যায়, এবং প্রযোজনায় আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস। ফিল্মটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ই আগস্ট, তিনটি ভাষায়— হিন্দি, তামিল ও তেলুগু। বলিউডের ইতিহাসে অন্যতম বড় অ্যাকশন স্পেকট্যাকল হতে চলেছে এই সিনেমা। তাই দর্শকও প্রস্তুত। জুনিয়র এনটিআর বনাম হৃতিক রোশন, কিয়ারার ঝলক, আর অ্যাকশনের ঝড়ে কাঁপাতে আসছে ‘ওয়ার-২’!


ভিডিও স্টোরি