শেষ আপডেট: 9th January 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছেই। শোনা যাচ্ছে বিচ্ছেদ নাকি একেবারে পাকা। আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি! এ সবের মধ্যেই চাহাল ভক্তদের ক্ষোভ জমা হয়েছে প্রতীক উটেকরের উপর। কে এই প্রতীক যাকে ঘিরে চলছে জোর চর্চা? ধনশ্রীর সঙ্গে যার ঘনিষ্ঠ ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল? অবশেষে সত্যি এল সামনে।
ধনশ্রী একজন নৃত্যশিল্পী। প্রতীকও কোরিওগ্রাফার। সেই সূত্রেই আলাপ দু'জনের। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য। তবে প্রতীকের দাবি তাঁদের মধ্যে প্রেম নেই। যদিও তামাম দুনিয়া তা মানতে নারাজ। বাধ্য হয়েই ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়েছেন প্রতীক।
কারও না উল্লেখ না করে প্রতীক লেখেন, "এই পৃথিবী নানা ধরনের গল্প তৈরিতে ওস্তাদ। কমেন্ট বক্স ও ডিএমে সেই গল্পই ঘুরে বেড়াচ্ছে। কী ভিত্তি সেই গল্পের? শুধু একটা ছবি?"
দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় চাহাল লেখেন, "কঠিন পরিশ্রম একজন মানুষের চরিত্র নির্ধারণ করে। আপনি নিজের যাত্রাপথটা খুব ভাল করেই জানেন। আপনি নিজের দুঃখটা বোঝেন। এই জায়গায় পৌঁছনোর জন্য আপনাকে কী কী করতে হয়েছে, সেই ব্যাপারেও আপনি খুব ভাল করে ওয়াকিবহাল থাকেন।'
ইনস্টা থেকে মুছে দেন ধনশ্রীর সব ছবি। একে-অপরকে করেন আনফলো। আর ঠিক তখনই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। ২০২৩ সাল থেকেই যুজবেন্দ্র এবং ধনশ্রীর ডিভোর্স গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 'চাহাল' পদবি সরিয়ে দেন। সে সময় চাহান অবশ্য জনিয়েছিলেন, এ সবই রটনা। কিন্তু এবার? কথাতেই তো বলে, 'যা রটে তা কিছু তো ঘটে'।