শেষ আপডেট: 1st February 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বিয়ে সুখের হয়নি। চার বছরের বিবাহিত জীবন শেষ হয়েছিল জানুয়ারির ২০২৩-এ। তবে আবারও নতুন করে জীবন শুরু করছেন স্মিতা পাতিল ও রাজ বব্বরের ছেলে প্রতীক পাতিল বব্বর।
আগামী ১৪ ফেব্রুয়ারি, এক হতে চলেছে চার হাত। পাত্রী কিন্তু আবার বাঙালি। নাম প্রিয়া বন্দ্যোপাধ্যায়। প্রিয়া নিজেও অভিনয় জগতের সঙ্গে যুক্ত।
প্রতীক বা তাঁর পরিবার এখনও পর্যন্ত এ নিয়ে অফিসিয়াল কোনও মন্তব্য না করলেও জানা গিয়েছে বান্দ্রার বাড়িতেই এক হবে চার হাত। ২০২৩ সালের নভেম্বরেই বাগদান সেরে ফেলেছিলেন প্রতীক ও প্রিয়া। বিয়ে কবে? সে প্রশ্ন করতেই প্রিয়া জানিয়েছিলেন, যে কোনও সময়ে হতে পারে। হয় আগামীকাল অথবা পাঁচ বছর পর। তবে এই দুইয়ের মধ্যে কোনওটাই হয়নি। প্রায় দেড় বছর পর নতুন জীবন শুরু করবেন তাঁরা।
প্রিয়া বাঙালি। তবে বাংলায় জন্ম নয় তাঁর। বাবা-মা প্রবাসী, কানাডায় থাকেন। সেখানেই বড় হয়ে ওঠেন প্রিয়া। সেখানেই মিস ওয়ার্ল্ড কানাডার খেতাব জেতেন প্রিয়া। করণ জোহরের 'বার বার দেখো'তেও কাজ করতে দেখা গিয়েছে প্রিয়াকে।
প্রতীকও তাঁর বাবা-মায়ের মতোই পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়। 'জানে তু ইয়া জানে না', 'ছিছোঁরে'র মতো ছবিতে অভিনয় করেছেন প্রতীক। যদিও বলিউডের প্রথম সারির দৌড়ে এখনও নিজের নাম লেখাতে পারেননি এই অভিনেতা।