দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নরেন্দ্র মোদীর এবং মোদীপন্থী শিল্পী-বুদ্ধিজীবীদের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরেই সরব। কখনও রসিকতা কখনও বা তির্যক বাক্যে বিদ্ধ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গে মিম শেয়ার করে খোঁচা দিলেন অভিনেতা প্রকাশ রাজ।
টুইটারে একটি মিম শেয়ার করেছেন দক্ষিণী এই অভিনেতা। তাতে লেখা রয়েছে, "একটা সিনেমা করেই যদি কঙ্গনা রানি লক্ষ্মীবাঈ হয় তাহলে দিপীকা পদ্মাবতী, হৃত্বিক আকবর, শাহরুখ অশোকা আর অজয় দেবগণ ভগৎ সিং।
গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে কঙ্গনাকে নিয়ে। সুশান্ত সিং রাজপুত মামলায় মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে তাঁর ধারাবাহিক আক্রমণের মধ্যেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। বান্দ্রায় কঙ্গনার সংস্থা মণিকর্নিকা ফিলমসের যে অফিস নিয়েছে তার নির্মাণ বেআইনি বলে নোটিস জারি গ্রেটার মুম্বই কর্পোরেশন। তার পরদিন মুম্বই পুলিশের বিরাট টিম কঙ্গনার অফিসে পৌঁছে যায়.বুলডোজার নিয়ে। ভেঙে ফেলা হয় একটি অংশ।
এই প্রেক্ষাপটেই কঙ্গনাকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বলয় দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নেটিজেনদের অনেকেই ঝাঁসির রানির উপর হামলা বলে.কঙ্গনার সমর্থনে গলা ফাটাতে থাকেন।
এদিন সেই ইস্যুতেই কঙ্গনার বিরুদ্ধে কটাক্ষ করলেন প্রকাশ রাজ। বস্তুত, সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে সরব এই কন্নড় অভিনেতা। উনিশের লোকসভায় বেঙ্গালুরু.সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।
সাধারণ ভাবে.প্রকাশের বক্তব্য, মোদী.জমানায় দেশে বাক স্বাধীনতা বলে বিষয়টাই উবে গিয়েছে। প্রশ্ন করলেই দাগিয়ে দেওয়া হচ্ছে দেশদ্রোহী হিসেবে। আর.সরকারের সুরে সুর মিলিয়ে একদল শিল্পী তাঁদের মূল্যবোধকে জলাঞ্জলি দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক মঞ্চেও এ নিয়ে সরব হতে দেখা গিয়েছে প্রকাশ রাজাকে। এদিন কঙ্গনা ইস্যুতেও বিদ্রুপ.সূচক মিম শেয়ার করলেন অভিনেতা।