শেষ আপডেট: 24th January 2022 07:05
দ্য ওয়াল ব্যুরো: পরীমণির বিয়ে নিয়ে ঢালিউড তোলপাড়। শনিবার রাতেই ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে নায়িকার। এই বিয়ে ঘিরে কৌতূহল ও জল্পনার শেষ নেই বাংলাদেশের দর্শক মহলে।তবে শুধু বিয়ে নয়। তার আগে থেকে মাস কয়েক ধরেই কৌতূহল ও বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের নায়িকা পরীমণি। গত বছর জুন মাসে সে দেশের এক শিল্পপতির বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন তিনি। ওই শিল্পপতি প্রাথমিক ভাবে গ্রেফতার হলেও,পরীমণির বিরুদ্ধে পাল্টা অভিযোগ ওঠে মাদক-কাণ্ডে।গ্রেফতার হন তিনিও। তাঁর জামিনের দাবি ওঠে বাংলাদেশে।
অভিনেত্রী পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ১৯৯২ সালে নড়াইলে জন্ম তাঁর। মাত্র আড়াই বছর বয়সেই মাকে হারান। এরপর চলে যান ফিরোজপুরে, দাদু শামসুল হক গাজীর কাছে। পড়াশোনা সেখানেই। এর পরে ২০১১ সালে তিনি ঢাকায় আসেন, নাচ শিখতে ভর্তি হন বুলবুল ললিতকলা অ্যাকাডেমিতে। তখন থেকেই শুরু টুকটাক মডেলিং, নাচের অনুষ্ঠান।
এইভাবেই ধীরে ধীরে তাঁর পা রাখা বিনোদনের জগতে। কয়েকটি সিরিয়ালে ছোট ভূমিকায় অভিনয়ের পরে তাঁর প্রথম অভিনীত নাটক ছিল ‘সেকেন্ড ইনিংস’। সেখানেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এর পরে ছবির অফার পেতে শুরু করেন ঢালিউড থেকে। ২০১৫ সালে মুক্তি পায় পরীমণির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’। ২০১৮ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে তাঁর অভিনয় সকলের কাছে প্রশংসিত হয়। এর পরে ‘রানা প্লাজা’ ছবিতে নায়িকা হিসেবে দারুণ নাম করেন তিনি। পান পুরস্কারও।
তবে এই সব খ্যাতি যত বাড়তে থাকে, যত চড়তে থাকে কেরিয়ার গ্রাফ, ততই আলোচনা ও চর্চা বাড়তে থাকে তাঁকে নিয়ে।
এক সময়ে গুজব রটে, ঢাকায় আসার আগেই নাকি তাঁর বিয়ে হয়েছিল। এ নিয়ে অবশ্য বিশেষ বিচলিত হতে দেখা যায়নি পরীমণিকে। পরে ২০১৮ সালে এক সাংবাদিকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের এনগেজমেন্টও হয়। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এর পরে ২০২০ সালে পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করে হইচই ফেলে দেন পরীমণি। সেই বিয়েও ভেঙে যায়।
এসব বিতর্ক পার করে ফের চার নম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন পরীমণি। তবে আজ নয়, ২০২১ সালের ১৭ অক্টোবরই নিঃশব্দে বিয়ে সেরেছিলেন তিনি, এর পরে শনিবার রাতে হল গায়ে হলুদ ও ঘরোয়া অনুষ্ঠান। স্বল্প আয়োজনেই তিনি সেরেছেন বিয়ে। বিয়ের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন চয়নিকা চৌধুরী।
দেখে নেওয়া যাক পরী-রাজের বিয়ের আরও কিছু ছবি।