শেষ আপডেট: 5th March 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার প্রখ্যাত কন্নড় অভিনেত্রী। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে রানিয়া রাওকে। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয়। সোমবার রাতে গ্রেফতারের পর কন্নড় অভিনেত্রীকে আর্থিক অপরাধ আদালতে তোলা হয়। আদালত রানিয়া রাওকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, রানিয়া কর্নাটকের এক ডিজিপি পদমর্যাদার আইপিএস অফিসারের কন্যা।
ডিআরআই বেশ কিছুদিন ধরেই রানিয়ার উপর রাখছিল। তাঁর ঘনঘন দুবাই যাওয়া-আসা নিয়ে অভিনেত্রীকে পাকড়াও করতে তক্কেতক্কে ছিলেন আধিকারিকরা। অফিসারদের সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী অধিকাংশ সোনার গয়না যাতে খালি চোখে না দেখা যায়, এমনভাবে শরীরের পোশাকে লুকিয়ে রেখেছিলেন। এবং সোনার বাঁটগুলি তাঁর বাক্সের পোশাকের ভাঁজে ভাঁজে রাখা ছিল। তাঁর এই পাচারের সঙ্গে আর কে জড়িত আছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিমান থেকে নামার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদের সময় রানিয়া দাবি করেন যে, তাঁর বাবা ডিজিপি। এবং তিনি স্থানীয় পুলিশকে ফোন করে তাদের সাহায্যে বাড়ি চলে যেতে পারেন। ডিআরআই এখন তদন্ত করছে, রানিয়া যাঁদের নাম করেছেন, তাঁদের কেউ এই পাচারের সঙ্গে জড়িত কিনা। এই পাচারচক্রের জাল কতদূর বিস্তৃত তাও নজরে রয়েছে দফতরের।
কে কন্নড় অভিনেত্রী রানিয়া রাও?
৩১ বছরের রানিয়া রাও কর্নাটকের চিকমাগালুরের বাসিন্দা। সিনেমার পর্দায় আসার আগে রানিয়া বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। ২০১৪ সালে রানিয়া প্রথম সিনেমায় আসেন। কন্নড় ভাষার 'মানিক্য' ছবিতে অভিনয় দিয়ে তাঁর অভিনেত্রীর জীবন শুরু করেন। ওই ছবির পরিচালক ও অভিনেতা ছিলেন সুদীপ। কন্নড় ভাষা ছাড়াও ২০১৬ সালে তামিল ছবিতেও কাজ শুরু করেন রানিয়া। একটি রোমান্টিক ড্রামায় তিনি বিক্রম প্রভুর বিপরীতে অভিনয় করেন। তার পরের বছর ফের কন্নড় ছবি 'পটাকি' নামে একটি হাসির ছবিতে অভিনয় করেন।