শেষ আপডেট: 13th June 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অভিনেতাদের যা ব্যস্ত দিনলিপি তা নিয়মমাফিক মেনে চলা সম্ভব হতো না যদি না তাঁদের ম্যানেজাররা তাঁদের সমস্ত অ্যাপয়েন্টমেন্টের খেয়াল রাখতেন। সুপারস্টারদের সঙ্গে সবসময়ে থাকতে থাকতে তাঁরাও অনেক সময়ই হয়ে ওঠেন অভিনেতাদের পরিবারের একজন। পাশাপাশি, তাদের বেতনের অঙ্কও নেহাত মন্দ নয়।
অভিনেতাদের ম্যানেজারের মধ্যে সব সময়েই সবচেয়ে চর্চিত নাম পূজা দাদলানি। পেশায় তিনি শাহরুখ খানের আপ্তসহায়ক। প্রায় ১৫ বছর তিনি রয়েছেন এই পেশায়। তবে শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র পেশাদার নয়। বরং কিং খানের স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গেও যথেষ্ট সুসম্পর্ক পূজার।
শাহরুখের ছবির বিষয়ে প্রযোজকের সঙ্গে কথা বলা থেকে আইপিএলের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, সবকিছুই নিপুণ দক্ষতায় সামলান পূজা। তাঁর ওপর সব ভার ছেড়ে নিশ্চিন্ত বাদশাও। এতটাই ভরসা করেন তিনি পূজাকে, যে আরিয়ান মামলার সময়েও সমস্ত দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন পূজার ওপর। প্রতিটি শুনানিতে উপস্থিত থেকে মামলার খুঁটিনাটি পূজা জানাতেন শাহরুখকে। এমনকি শোনা যায়, আরিয়ান মামলায় এক সাক্ষীর মুখ বন্ধ করতে মোটা টাকাও খরচ করেছিলেন পূজা।
এই পরিশ্রমের জন্য উপযুক্ত বেতনও পান পূজা দাদলানি। প্রতি বছর বাদশা প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা পারিশ্রমিক দেন পূজাকে। এখানেই শেষ নয়, পূজার পরিবারের জন্য একটি বাংলো এবং তিনটি দামি গাড়িও বাদশা উপহার দিয়েছেন। রোলস রয়েলস, ল্যাম্বরগিনি এবং অডি রয়েছে এই তালিকায়। পূজার বাংলোটিও নিজে হাতে সাজিয়ে দিয়েছেন স্বয়ং গৌরী খান। সব মিলিয়ে পূজার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।
নিজের পরিবারেও স্বামী এবং কন্যা সন্তান রয়েছে পূজার। তবে জানা গেছে, নিজের পরিবারের থেকে বাদশার পরিবারেই বেশি সময় কাটাতে হয় পূজাকে। মজার বিষয়, পূজা এবং কিং খান দুজনের জন্ম তারিখও একই। ফলে শাহরুখের ম্যানেজারের চেয়েও অনেক বেশি পারিবারিক বন্ধু হয়ে উঠেছেন পূজা একথা বলাই যায়।