শেষ আপডেট: 2nd October 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কলকাতায় আসার আগে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন গোবিন্দা। তাঁর পায়ে গুলি লাগে। এই ঘটনায় তাঁর সঙ্গে কথা বলে মুম্বই পুলিশ। ঘটনটা ঠিক কীভাবে হয়, সেনিয়ে তথ্য সংগ্রহ করে। পরে পুলিশ জানায়, গুলি লাগার ঘটনা নিয়ে গোবিন্দার কথা পুরোপুরি মানতে পারছে না তারা। তাই অভিনেতাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। রেকর্ড করা হতে পারে বয়ান।
মঙ্গলবার ভোরে কলকাতায় আসার জন্য রওনা হচ্ছিলেন এই শিবসেনা নেতা। ৪টে ৪৫ নাগাদ রিভলভার পরিষ্কার করার সময় হাত থেকে পড়ে যায়। ফায়ারিং হয়। গুলি লাগে তাঁর পায়ে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুলি বের করা হয়েছে পা থেকে। বর্তমানে তিনি ভাল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে যে রিভলভার দিয়ে গুলি লেগেছিল, তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিনেতা জানিয়েছেন, ওই বন্দুকটি ২০ বছর পুরনো। তিনি বেরোনোর আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। হঠাৎ কীভাবে গুলি এভাবে লাগল তা নিয়ে গতকালই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু সেই বয়ানে সন্তুষ্ট নয় জুহু পুলিশ।
অভিনেতা কী তবে মিথ্যা বলছেন?
পুলিশ জানিয়েছে, বর্ষীয়ান এই অভিনেতা মিথ্যে কথা বলছেন, এমনটা নয়। কিন্তু তাঁর কথায় সন্তুষ্ট নয় তাঁরা। ফলে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেকর্ড করা হতে পারে বয়ান।
পুলিশের তরফে জানা গেছে, গোবিন্দার মেয়ে টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ানও রেকর্ড করেছে পুলিশ। তদন্ত চলছে।
গতকাল হাসপাতাল থেকেই একটি ভয়েস রেকর্ড অনুগামীদের উদ্দেশে পাঠান গোবিন্দা। বলেন, 'আমি গোবিন্দা। আমার অনুগামী, বাবা-মা ও ঈশ্বরের আশীর্বাদে এখন ভাল আছি। সকালেই গুলিবিদ্ধ হয়েছি। তাও নিজের ভুলেই। তবে এখন শরীর অনেকটাই ঠিক রয়েছে। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। চিকিৎসক ডা. আগরওয়ালকে অনেক অনেক ধন্যবাদ। তাছাড়াও আমার জন্য যাঁরা প্রার্থনা করেছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। এখন চিন্তার আর কোনও বিষয় নেই।'
হাসপাতালে তাঁকে দেখতে মঙ্গলবার পৌঁছান ডেভিড ধাওয়ান, শত্রুঘ্ন সিনহা-সহ বেশ কয়েকজন সেলেব।