শেষ আপডেট: 22nd November 2023 14:42
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়। এদিকে বুধবারই অরুণবাবুর চেতনা নাট্যগোষ্ঠী পা দিল ৫১ বছরে। সেই উপলক্ষে আকাদেমিতে মঞ্চস্থ হবে ‘মহাত্মা বনাম গান্ধী’। কিন্তু তিনি সশরীরে সেখানে উপস্থিত থাকতে পারবেন না। তাই মঙ্গলবারই হাসপাতাল থেকে নাট্যপ্রেমী মানুষদের প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে চেতনার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে অরুণ মুখোপাধ্যায়ের তরফে তাঁর ছোট ছেলে অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় সেই বিশেষ বার্তা পড়ে শুনিয়েছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের পোশাক পরে ওয়াকার ধরে হাঁটছেন কিংবদন্তি নাট্যশিল্পী। মনে করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা।
আকাদেমি বা মধুসূদন মঞ্চে অরুণ মুখোপাধ্যায়ের ‘জগন্নাথ’ দেখার জন্য টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন পঞ্চাশোর্ধ বহু মানুষেরই স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। ফাঁসির মঞ্চের দিকে জগন্নাথের হেঁটে যাওয়া, দর্শকদের দিকে ফিরে তাকিয়ে তাঁর শেষ জয়ের কথা জানিয়ে দেওয়ার অবিস্মরণীয় দৃশ্য যাঁরা দেখেছেন তাঁদের কাছে পরিচালক-অভিনেতার নুব্জ্য অসুস্থ চেহারা অবাস্তব ঠেকতে পারে।
মঙ্গলবার ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে সুজনকে বলতে শোনা যায়, “নমস্কার আমি সুজন মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়ের হয়ে এই বয়ান বলছি কারণ উনি অসুস্থ, উনি কথা বলতে চাইছেন না। কিন্তু চেতনার ৫১তম জন্মদিনে পশ্চিমবঙ্গের আপামর নাট্যমোদী মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এত বছর চেতনার পাশে থাকার জন্য চেতনার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন তিনি।”
খানিক থেমে সুজন আবার বলেন, “আকাদেমির মঞ্চে চেতনার জন্মদিনে হয়ত উনি প্রথমবার উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু তাঁর সুস্থতা কামনায় আমরা অভিনয় করব ‘মহাত্মা বনাম গান্ধী’ তাঁরই অনুদিত নাটক এবং ‘জগন্নাথ’-এর বিশেষ কায়দায় বলে উঠব, ওঁর থেকেই শেখা, আমাকে হারাবে… নন্দ… ধুস!”