শেষ আপডেট: 4th March 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: এখন আর হরলিক্সের কাপে চুমুক দেন না তিনি। বরং হাতে থাকে কালো কফি। তাতে চিনি নেই। তবে লুচি-আলুরদম দেখলে ডায়েট ভোলেন নিমেষে। সোহম চক্রবর্তী — একাধিক পরিচয় তাঁর। অভিনেতা, প্রযোজক আবার চন্ডীপুরের বিধায়কও তিনি। এ হেন সোহম (Soham Chakraborty) উইকিপিডিয়ার হিসেব মেনে পূর্ণ করলেন ৪১ বছর। দ্য ওয়ালের শুভেচ্ছা পেতেই দরাজ গলায় 'থ্যাঙ্ক ইউ'।
সময়টা ২০০৯। হরলিক্স বয় তকমা ছেড়ে মাস্টার বিট্টু সবে সাবালক হওয়ার দৌড়ে সামিল হয়েছেন। এমন সময় হালিশহরের রাজু, যাকে এখন দুনিয়া চেনে রাজ চক্রবর্তী হিসেবে, তিনি তৈরি করলেন এক ছবি। যে ছবির নাম 'প্রেম আমার'। গলায় রুমাল,এক কাপ চা সস্তা লেরোয় ডুবিয়ে আবির্ভাব হল বিট্টু ২.০-র। সঙ্গে পায়েল সরকার। ছবি সুপারহিট, সিঙ্গল স্ক্রিনে শুধুই রিয়া-রবির ঝড়। বন্ধ ঘরে রবির রিয়াকে চুমু খাওয়ার বুক দুরুদুরু দৃশ্য তো রীতিমতো হটকেক। সময় এগিয়েছে। রিয়া-রবি বড় হয়েছে। বয়স ৪০ ছুঁয়েছে দু'জনেরই। বন্ধুত্ব ক্ষীণ হয়ে এলেও স্মৃতি ভোলা দুস্কর। আর তাই, সোহমের জন্মদিনেই খানিক নস্টালজিক অভিনেত্রী পায়েল সরকার, যিনি এই মুহূর্তে ধর্মশালা গিয়েছেন এক বাংলা ছবির শুটিংয়ে। ফান টু দুষ্টুমি, অভিমান টু অনুরাগ— সোহমকে নিয়ে আনকাট পায়েল।
খেয়াল ছিল না আজ মার্চের ৪ তারিখ। দ্য ওয়াল মনে করিয়ে দিতেই সম্বিত ফিরল পায়েলের, 'ও হ্যাঁ, আজ তো সোহমের জন্মদিন। আমাদের যে রোজ কথা হয় তা তো নয়, তবে সোহমের সঙ্গে আমার এক ছোটবেলা জড়িয়ে আছে। সে সময় ও নতুন, আমি তো আরও নতুন। প্রেম আমার হ্যাপেন্ড। সোহমকে দেখে শান্ত মনে হলেও ও ভীষণ দুষ্টু। আর পিছনে লাগা? তা না হয় নাই বা বললাম। ইন্ডাস্ট্রির সিনিয়র মেকআপ আর্টিস্ট ইউনুস দা। গোটা প্রেম আমার জুড়ে তাঁকে লিটারিলি জ্বালিয়ে মেরেছিল সোহম। তবে জানেন তো, ওর এই দুষ্টুমি গুলো নেহাতই মজা। তাতে কেউ কোনওদিন কষ্ট পায়নি। কারও খারাপও লাগেনি।"
ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাকে জড়িয়ে গসিপের সংখ্যা নেহাত কম নয়। আর এখানেই খানিক ব্যতিক্রমী সোহম চক্রবর্তী। স্কুলবেলার প্রেম, তাঁকেই বিয়ে-- রগরগে পরকীয়ার বড় অভাব তাঁর জীবনে! অন্তত টলি অলিগলি সেরকমটাই দাবি করে। পায়েলও একমত? সোহম কি সত্যিই ইন্ডাস্ট্রির 'ওয়ান ম্যান ওম্যান'? খানিক হাসলেন পায়েল। তারপর বললেন, "এটা তো একেবারেই ওর ব্যক্তিগত বিষয়। আমার এখানে মন্তব্য করা ঠিক নয়। তবে একটা কথা বলতে পারি, অভিনেত্রী হিসেবে সহ অভিনেতার কাছ থেকে কমফোর্টটা ভীষণ জরুরি। আর এখানেই সিক্সার মেরেছে সোহম। ভীষণ জেন্টলম্যান, মানুষকে সম্মান দিয়ে কথা বলে। আর কাজের প্রতি ভীষণ প্যাশন ওর। কাছ থেকে দেখেছি তো, তাই বলছি, শিল্পী থেকে টেকনিশিয়ান সবাইকে একই ভাবে ট্রিট করে সোহম। আর এটাই বোধহয় ওর ইউএসপি।"
বহুদিন স্ক্রিন শেয়ার করেন না তাঁরা। রিয়া-রবির ২.০ কি দেখতে পারবে না ভক্তরা? পায়েল প্রযোজক-পরিচালকের উপর দায় চাপাতেই দ্য ওয়াল মনে করিয়ে দিল সোহমও এখন প্রযোজক। গুগলি সামলে পায়েলের চটজলদি উত্তর, 'তাহলে তো এটা সোহমকেই জিজ্ঞাসা করা উচিৎ। ও যদি করতে চায়, নিশ্চয়ই হবে।"