শেষ আপডেট: 9th June 2023 10:14
শাহরুখের রুশ বিপ্লব, পুতিনের দেশে পা রাখল ‘পাঠান’
দ্য ওয়াল ব্যুরো: গত জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের আগেরদিন গোটা দেশে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’। যার মাধ্যমে চারবছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিল কিং খানের। ভারতের পাশাপাশি ফ্রান্স, আমেরিকা-সহ বিশ্বের ১০০টি দেশে ছবিটি একইদিনে মুক্তি পেয়েছিল। এবং তারপর বাকিটা ইতিহাস! বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ‘পাঠান’। এমনিতে পাশ্চাত্যে বলিউড তারকাদের মধ্যে শাহরুখের অনুরাগী সংখ্যা বরাবরই বেশি। ছবির ব্যবসায় সেটাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আর এবার বিশ্ব ভ্রমণের পর পুতিনের দেশেও পা রাখল ‘পাঠান’।
শুক্রবার রাশিয়া এবং কমনওয়েলথ অফ ইনডিপেন্ডেন্ট স্টেটস-এ মুক্তি পেল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত ছবিটি। যদিও সেখানে হিন্দি ভাষায় নয়, ডাবড্ সংস্করণ মুক্তি পেয়েছে। মাসকয়েক আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। কিন্তু আশাতীত সাফল্য পায়নি। মুক্তির আগে বাংলাদেশে শাহরুখের ছবি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, রিলিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই আশার বেলুন চুপসে যায়। প্রথম কয়েকদিন প্রত্যেকটি শো টানা হাউসফুল চললেও ধীরে ধীরে তা ঝিমিয়ে পড়ে। এখন দেখার, এবার শাহরুখের ‘রুশ বিপ্লব’ সফল হয় কিনা।
এমনিতে রাশিয়ার মানুষজন বলিউড বলতে দীর্ঘ কয়েক দশক ধরে চেনে এক বঙ্গসন্তানকেই। তিনি মিঠুন চক্রবর্তী। ‘ডিস্কো ডান্সার’ মুক্তির পর থেকেই সে দেশে মিঠুনের জনপ্রিয়তা যে কারও অভিনেতার ঈর্ষার কারণ হতে পারে। বলা যায়, রাশিয়ায় বলিউডের প্রতিনিধি বলতে রাজ কাপুরের পর এখন মিঠুনই। এমনকী মিঠুনের সাম্প্রতিক হিন্দি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ও রাশিয়ার মানুষজনের পছন্দের তালিকায় শীর্ষে ছিল। তার আগে ‘দ্য তাসখন্দ ফাইলস’-এর শ্যুটিংয়ের সময়েও সেখানে গিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সেসময় তাঁকে নিয়ে ভক্তদের যে উন্মাদনা চোখে পড়েছিল, তা কল্পনাতীত। এখন দেখার, মিঠুনের রাজত্বে পা রেখে বলিউড বাদশা সফল হন কিনা।
ব্যালে শিখতে গিয়ে বিপত্তি সুহানার! পায়ে চোট পেলেন শাহরুখ-কন্যা