শেষ আপডেট: 29th January 2023 08:14
৪ দিনে ২০০ কোটি ক্লাবের সদস্য 'পাঠান'! ভেঙে দিল 'কেজিএফ ২'র রেকর্ড
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে 'বাহুবলি ২' ও তারপর 'কেজিএফ ২' (KGF 2)। দেশজুড়ে (India) ২০০ কোটি (200 cr) আয় করতে সবথেকে কম সময় নিয়েছিল দক্ষিণ ভারতীয় এই দু'টি ছবিই। তবে 'পাঠান' (Pathaan) এসে সে সমস্ত রেকর্ড একেবারে ভেঙে তছনছ করে বেরিয়ে গেল। মাত্র ৪ দিনের মধ্যে দেশজুড়ে ২০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলল শাহরুখ খানের কামব্যাক ছবি।
ট্রেড অ্যানালিস্ট এবং সিনেমা সমালোচক তরণ আদর্শের টুইট পোস্ট অনুযায়ী, দেশে 'পাঠান' ২০০ কোটি টাকার গণ্ডি পেরোতে সময় নিয়েছে মাত্র চারদিন। তাও সপ্তাহের মাঝে মুক্তি পেয়ে। সেদিকে 'কেজিএফ ২' এবং 'বাহুবলি ২' শুক্রবারে মুক্তি পেয়ে ২০০ কোটির ব্যবসা করতে সময় নিয়েছিল যথাক্রমে ৫ দিন এবং ৬ দিন।
বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ছে 'পাঠান'। বিশ্বজুড়ে প্রথম দিনেই ১০০ কোটি, দ্বিতীয় দিনে ২০০ কোটি এবং তৃতীয় দিনে ৩০০ কোটি টাকা উপার্জন করে প্রথম কোনও হিন্দি ছবি হিসাবে রেকর্ড তৈরি করেছে। মনে করা হচ্ছে, এতদিনের যাবতীয় যত মাইলফলক রয়েছে, সবই ভেঙে দিতে চলেছে 'পাঠান'।
যদিও ইতিমধ্যে ছবির মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, যুক্তিহীন ছবি। তাঁদের পাল্টা আবার অনেকে বলছেন, স্পাই থ্রিলারে লজিক খুঁজতে গেলে সিনেমা দেখাই সমস্যার। যদিও শাহরুখ অনুরাগীরা এসব তর্ক-বিতর্কে জড়াচ্ছেন না। তাঁরা কিং খানের রাজকীয় প্রত্যাবর্তন নিয়েই মজে রয়েছেন।