Latest News

প্যারিসে ‘পাঠান’ রাজ! দেশের গণ্ডি ছাড়িয়ে উন্মাদনা ইউরোপেও, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ‘পাঠান’ (Pathaan) জ্বরে কাবু গোটা ভারতবর্ষ। চারবছর পর রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখ খানের। একের পর এক সিনেমাহলে রিলিজের দিন থেকে ঝুলেছে হাউসফুল (housefull show) বোর্ড। পিছিয়ে নেই বিদেশও। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একাধিক দেশে রমরম করে চলছে ছবিটি। বুধবার মুক্তি পাওয়ার পর মাত্র একদিনেই বিশ্বজুড়ে ১০৬ কোটি টাকা উপার্জন করে ফেলেছে ‘পাঠান’।

Pathaan, Paris, housefull show

বিদেশে ‘পাঠান’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস কোন পর্যায়ে পৌঁছেছে, তার জ্বলজ্যান্ত উদাহরণ দেখা গেল প্যারিসের (Paris) ‘লে গ্র্যান্ড রেক্স’ প্রেক্ষাগৃহে। সিনেমার শেষে ‘ঝুমে জো পাঠান’ গান চলাকালীন চেয়ারের উপর উঠে নাচতে দেখা যায় সবাইকে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন লাবণ্য লাহিড়ী নামের এক শাহরুখ-ভক্ত।

শুধু হলের ভিতরে নয়, বাইরেও দেখা গেছে দর্শকের ভিড়। যদিও এঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন প্রবাসী ভারতীয়। এছাড়াও প্রবাসী পাকিস্তানি এবং বাংলাদেশি মানুষজনের সংখ্যা নেহাত কম ছিল না। এছাড়াও সেখানকার ফরাসিরা ‘শাউখ কান’-এর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে এসেছিলেন।

ছবি মুক্তির দিন, অর্থাৎ বুধবার সন্ধেবেলা সিনেমা শুরুর অনেক আগে থেকেই শাহরুখ-ভক্তরা ভিড় জমাতে শুরু করেছিলেন ‘লে গ্র্যান্ড রেক্স’ প্রেক্ষাগৃহের বাইরে। চলছিল নাচ-গান, হইহুল্লোড়। তখন দেখে বোঝার উপায় নেই যে ওটা ভারত নাকি বিদেশি কোনও শহর।

Pathaan, Paris, housefull show

জানা গেছে, প্রথমদিন উপার্জন করা ১০৬ কোটির মধ্যে বিদেশ থেকেই ৫০ কোটির কাছাকাছি আয় হয়েছে ‘পাঠান’। শুক্রবার, তৃতীয় দিনেও রানিং ট্র্যাকে দুর্বার গতিতে ছুটছে শাহরুখের কামব্যাক ছবি। ভারতে একের পর এক রেকর্ড গড়েছে এবং ভেঙেছে। তবে সবথেকে বেশি সাফল্য বোধহয় ৩২ বছর পর কাশ্মীর উপত্যকায় কোনও ছবিতে হাউসফুল দেখতে পাওয়া। বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের দিন শ্রীনগরের আইনক্সে তিন দশকেরও বেশি সময় পরে ভরা প্রেক্ষাগৃহে চলেছে কোনও ছবি, যার নাম ‘পাঠান’।

‘পাঠান’ জ্বরে কাঁপছে ভূস্বর্গও! তিন দশকেরও বেশি সময় পরে এই প্রথম কাশ্মীরে হাউসফুল সিনেমাহল

You might also like