
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে এবার আমির খানের (Aamir Khan) ‘দঙ্গল’ (Dangal)-কেও পিছনে ফেলে দিল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক সিনেমা ‘পাঠান’ (Pathaan)। ব্যবসার অঙ্কে চোখ রাখলে দেখা যাচ্ছে, ১২ দিনে শাহরুখের ছবি ৭২৯ কোটি টাকা আয় করে ফেলেছে। যা এখনও অবধি অন্য কোনও হিন্দি ছবি অর্জন করতে পারেনি। ফলত ৭১৬ কোটি টাকা বক্স অফিস আয় নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল ‘দঙ্গল’।
বিশ্বের প্রায় ১০০টি দেশের ৫০০০-এর কাছাকাছি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সমস্ত দেশ মিলিয়ে মুক্তির দিনই ১০৬ কোটি টাকা আয় করে নেয় যশ রাজ ফিল্মসের এই সিনেমা। তখনই সিনেমা বিশেষজ্ঞরা আন্দাজ করেছিলেন যে, শাহরুখের এই ছবির দৌড় সহজে থামবে না। আর সেই ভাবনাকে সত্যি করেই বিশ্বব্যাপী রমরম করে চলছে ‘পাঠান’।
আপাতত ‘পাঠান’-এর সামনে রয়েছে প্যান ইন্ডিয়া ছবি ‘কেজিএফ ২’ এবং ‘বাহুবলী ২’। শাহরুখ কি যশ এবং প্রভাসের তৈরি করা রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়তে পারবেন, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন সিনেমা অনুরাগীরা। দেখা গেছে, ‘কেজিএফ ২’-র বিশ্বব্যাপী বক্স অফিস আয় সাড়ে ১২০০ কোটি টাকার কাছাকাছি এবং ‘বাহুবলী ২’-এর উপার্জন প্রায় ১৮১০ কোটি টাকা। তাই এই রেকর্ডগুলি ভাঙা একপ্রকার অসম্ভব বলেই মনে করছেন অনেকে। আবার কেউ কেউ এটাও বলছেন যে, ‘পাঠান’ জ্বরে যেভাবে সারা বিশ্ব কাবু হয়েছে, তাতে আর কিছুদিন এই পরিস্থিতি বজায় থাকলে নতুন মাইলফলক তৈরি করা শাহরুখের পক্ষে অসম্ভব নয়।
শাহরুখের কথায় মায়ের মৃত্যুশোক কেটেছিল! কৃতজ্ঞতায় চোখে জল মহিলার, কী বলেছিলেন বাদশা