Latest News

৩ দিনে ৩০০ কোটি পার, বিশ্বজুড়ে ‘পাঠান’ ঝড় অব্যাহত

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে (box office) অব্যাহত ‘পাঠান’ (Pathaan) ঝড়! প্রথম দু’দিনের মতোই তৃতীয় দিনেও একইভাবে ঝোড়ো ব্যাটিং বজায় রাখল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবিটি। বুধ ও বৃহস্পতিবার, দু’দিনে বিশ্বজুড়ে ২২০ কোটি টাকা উপার্জন করার পর সবাই তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারের বক্স অফিস রিপোর্টের দিকে তাকিয়েছিল। প্রশ্ন ছিল একটাই, ‘পাঠান’ কি পারবে তিনদিনে ৩০০ কোটি রোজগার করতে? দেখা গেল, প্রত্যাশামতোই তৃতীয় দিনের শেষে ৩০০ কোটির ক্লাবে ঢুকে গেল যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিনেমা।

বলিউডে ৩০০ কোটি, ৫০০ কোটি টাকা রোজগার নতুন কিছু নয়। তবে সেসব কোটির ক্লাবে এতদিন আমির খানেরই একচেটিয়া আধিপত্য ছিল। ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘দঙ্গল’-এর মতো একাধিক ছবি বক্স অফিসে রেকর্ড গড়েছে। সম্প্রতি বলিউডের সেই বাজারে ভাগ বসায় দক্ষিণ ভারতীয় ছবি। ‘বাহুবলি’, ‘কেজিএফ’ ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও রেকর্ড টাকা উপার্জন করে। সেই দক্ষিণী দাপটে খানিকটা মিইয়েই গিয়েছিল হিন্দি ছবির বাজার। তবে ‘পাঠান’-এর মাধ্যমে শাহরুখ খানের কাঁধে চেপে ফের জেগে উঠল বলিউড।

পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে, প্রথম দু’দিনের তুলনায় তৃতীয় দিনে দেশে বক্স অফিসের উপার্জন অনেকটাই কম। বুধবার ৫৭ কোটি, বৃহস্পতিবার ৭০.৫০ কোটির পর শুক্রবার তা অনেকটা কমে গিয়ে হয় ৩৯.২৫ কোটি। তবে প্রথম দু’দিনের তুলনায় তৃতীয় দিন বিদেশে ব্যবসা অনেকটাই টেনে দেওয়ায় হেসেখেলে ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল ‘পাঠান’। উল্লেখ্য, ‘পাঠান’ প্রথম হিন্দি ছবি, যা মাত্র তিনদিনে ৩০০ কোটি টাকা আয় করতে পেরেছে। যা নতুন রেকর্ডও বটে।

দেখে নিন পূর্নাঙ্গ পরিসংখ্যান:

  • প্রথম দিনের আয়
  • দেশে ৫৭ কোটি ও বিদেশে ৪৯ কোটি
    মোট ১০৬ কোটি
  • দ্বিতীয় দিনের আয়
  • দেশে ৭০.৫০ কোটি ও বিদেশে ৪৩.১০ কোটি
    মোট ১১৩.৬০ কোটি
  • তৃতীয় দিনের আয়
  • দেশে ৩৯.২৫ কোটি ও বিদেশে ৫৪.১৫ কোটি
    মোট ৯৩.৪০ কোটি
  • তিনদিনে দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর আয়
    ৩১৩ কোটি

২ দিনেই ২০০ কোটি পার ‘পাঠান’-এর, শাহরুখের কাঁধে চেপেই ফের মাথা তুলল বলিউড

You might also like