শেষ আপডেট: 22nd September 2023 14:05
দ্য ওয়াল ব্যুরো: মাঝে আর কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা (Parineeti-Raghav Wedding)। একজন বলিউডের ব্যস্ততম নায়িকা, অপরজন আম আদমি পার্টির সাংসদ। তাই বিয়েতে যে তারার হাট বসবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। উদয়পুরের লীলা প্যালেসে বসবে এই হাইপ্রোফাইল বিয়ের আসর। তাই সেখানে বিশাল কড়া নিরাপত্তা (Security) ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। এমনকী প্রত্যেকের ফোনে বিশেষ ধরনের স্কচটেপ লাগিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
শনিবার হবে সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান। আর তারপর ২৪ তারিখ, রবিবার বিয়ের পিঁড়িতে বসবেন রাঘব- পরিণীতি। অতিথিরাও ধীরে ধীরে সেখানে আসতে শুরু করেছেন। দুই পরিবারের অনেক সদস্য সেখানে চলে এসেছেন। সূত্রের খবর, রাঘব ও পরিণীতির বিয়েতে যেহেতু প্রচুর রাজনৈতিক নেতা থেকে বি টাউন তারকারা উপস্থিত থাকবেন, তাই তাঁদের নিরাপত্তা ও দেখভালের জন্য ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
ঘোড়ায় চড়ে নয়, বর বেশে রাঘব আসবেন তাজ লেক প্যালেস থেকে নৌকা করে। সঙ্গে থাকবেন বরযাত্রীরাও। তাই তাঁদের নিরাপত্তার জন্য ঝিলজুড়ে নিরাপত্তারক্ষীরা থাকবেন। সেই নিরাপত্তারক্ষীদের জন্য আবার আলাদা পাঁচটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। গোটা ঝিল ঘুরে তাঁরা পাহারা দেবেন। শুধু তাই নয়, পরিণীতিকে কনের বেশে সাজানোর জন্য দিল্লি থেকে বিশেষ প্রসাধনশিল্পী ও মেহেন্দিশিল্পীরাও আসছেন। তাছাড়া গোটা বিয়ের অনুষ্ঠান ক্যামেরাবন্দি করার জন্য সেখানে ১২ জনেরও বেশি ভিডিওগ্রাফার ও ফোটোগ্রাফার থাকবে।
শুধু তাই নয়, নিমন্ত্রিত থেকে শুরু করে ওই হোটেলে যারাই প্রবেশ করবেন, সবার ফোনের ক্যামেরায় একধরনের বিশেষ স্কচটেপ লাগিয়ে দেওয়া হবে। যাতে কোনওভাবেই আগে থেকে কোনও ভিডিও ও ছবি প্রকাশ্যে না আসে। সূত্রের খবর, লীলা প্যালেসের পক্ষ থেকেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই টেপের একটি আলাদা বিশেষত্বও রয়েছে। তা হল, কেউ টেপটি খুলে ফেলার চেষ্টা করলে একটি তীরচিহ্ন দেখা যাবে। আর এর ফলে সঙ্গে সঙ্গে হোটেলের নিরাপত্তাকর্মীরা জানতে পারবেন যে, টেপটি কেউ তুলে ফেলেছেন।
আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার এই বিয়েতে হাজির থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। সূত্রের খবর, ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যেই তাঁরা উদয়পুরের ওই প্যালেসে পৌঁছে যাবেন। এছাড়াও পরিণীতির দিদি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিচালক করণ জোহর, টেনিস তারকা সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রারাও শনিবারের মধ্যে উদয়পুরে পৌঁছে যাবেন বলে খবর।
রাঘব-পরিণীতির পরিণয়ে ১২ লাখি রুম, ৫০টি গাড়ি! উদয়পুরে পাত্র-পাত্রী, উৎসবের প্রস্তুতি তুঙ্গে