শেষ আপডেট: 23rd September 2023 13:26
দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরের লীলা প্যালেস। নীল জলের পরিখা দিয়ে ঘেরা সেই পাঁচতারা প্যালেসেই বসেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডার বিয়ের আসর। যে কারণে ওখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিমন্ত্রিতদের জন্য আলাদা করে ১০০জন নিরাপত্তারক্ষী ছাড়াও সেই পরিখাতেও নৌকার মধ্যে অনেক নিরাপত্তারক্ষী থাকবেন। আবার বিয়ের ছবি বা ভিডিও যাতে আগেই প্রকাশ্যে না আসে, সেই কারণে অতিথিদের মোবাইলের ক্যামেরায় বিশেষ ধরনের স্কচটেপও লাগানো হচ্ছে। কিন্তু বজ্র আঁটুনি, ফস্কা গেরো! সেই অতিথিদের মধ্যেই একজন বিয়ের অনুষ্ঠানের ভিডিও তুলে পোস্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ায় (Parineeti Chopra wedding video leaked)। সেই অতিথি আবার যেমন তেমন কেউ না। খোদ সলমন খানের নায়িকা।
শুক্রবার বেশ রাতের দিকেই ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ভিডিওগুলি পোস্ট করা হয়েছে। যা দেখে কারওই বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয়নি যে, ওই বিবাহ আসর আদতে রাঘব- পরিণীতিরই। পুরনোদিনের দুর্গকেই এখন ঝাঁ ছকচকে, পাঁচতারা প্যালেস বানানো হয়েছে। তার ভিতরে রয়েছে ছোট ছোট সুইমিংপুল, কৃত্রিম ঝর্না-সহ অনেককিছু। ইনস্টা স্টোরিতে সেসবই দেখা গিয়েছে। এর পাশাপাশি রাজস্থানি বাজনা, নাচ-গানের ভিডিও-ও পোস্ট করা হয়েছে। আর নিয়ম ভেঙে যিনি এই কাজটি করেছেন, তিনি হলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। সলমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির নায়িকা। সেই ভাগ্যশ্রী নিয়ম ভেঙে বিয়ের আসরের ভিডিও তো করলেনই, সঙ্গে তা পোস্টও করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অবাক অনেকেই।
গতকাল থেকেই সেখানে বিয়ের নানারকম অনুষ্ঠান চলছে। এই বিয়েতে যেহেতু প্রচুর রাজনৈতিক নেতা থেকে বি টাউন তারকারা উপস্থিত থাকবেন, তাই তাঁদের নিরাপত্তা ও দেখভালের জন্য ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়াও ঝিলের মধ্যেও নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। তাঁদের জন্য আবার আলাদা পাঁচটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। এখানেই শেষ নয়। ওই হোটেলে যারাই প্রবেশ করবেন, সবার ফোন ক্যামেরায় একধরনের বিশেষ স্কচটেপ লাগিয়ে দেওয়া হবে। যাতে কোনওভাবেই কেউ কোনও ভিডিও ও ছবি তুলতে না পারেন। আর কেউ টেপটি খুলে ফেলার চেষ্টা করলে একটি তীরচিহ্ন দেখা যাবে। তার ফলে সঙ্গে সঙ্গে হোটেলের নিরাপত্তাকর্মীরা জানতে পারবেন যে, টেপটি কেউ তুলে ফেলেছেন। কিন্তু এত জোরদার নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেও কোনও লাভ হল না। লখিন্দরের বাসরঘরে সাপ ঢোকার মতো এখানেও সেই ভিতরের ভিডিও প্রকাশ্যে চলেই এলো।
নিমন্ত্রিতদের ফোনে লাগানো থাকবে স্কচটেপ, রাঘব-পরিণীতির বিয়েতে কড়া নিরাপত্তা উদয়পুরে!