শেষ আপডেট: 9th June 2023 02:12
রাজপ্রাসাদে বিয়ে সারবেন আম আদমির রাঘব! পরিণীতিও হাঁটলেন দিদির পথেই
দ্য ওয়াল ব্যুরো: সদ্যই আংটি বদল সেরেছেন যুগলে। সামনেই বিয়ে। জমকালো বাগদান পর্বের পর বিয়েটাও যে রাজকীয়ভাবেই হতে চলেছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা, তা যেন একপ্রকার ঠিকই ছিল। এবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ‘ভেন্যু’। জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে গাঁটছড়া বাঁধবেন দু’জন। এমনকী দিনকয়েক আগে সেখানে গিয়ে সবকিছু ঠিকঠাকও করে এসেছেন তাঁরা।

যুগলের ঘনিষ্ঠ সূত্রের খবর, দুই পরিবারের প্রথা মেনেই এবছরের শেষে বিয়ে করবেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া। বাগদান অনুষ্ঠানের মতোই একেবারে ঘনিষ্ঠ মানুষজনদের উপস্থিতিতেই বিয়ে করবেন তাঁরা। জানা গিয়েছে, কয়েকদিন আগেই রাজস্থান টুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন পরিণীতি এবং রাঘব। তাঁদের থেকেই বিস্তারিত তথ্য জেনে নেন তাঁরা।

উল্লেখ্য, রাজস্থানের এমনই এক প্যালেসে প্রেমিক নিক জোনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যিনি সম্পর্কে পরিণীতির দিদি হন। এরপর একে একে রাজস্থানের বিভিন্ন প্যালেসে কখনও সিড-কিয়ারা, কখনও ভিকি-ক্যাটরিনারা বিয়ে করেছেন। এবার সেই একই পথে হাঁটছেন পরিণীতি-রাঘবও। সূত্রের খবর, উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয় বিলাস’-এ তাঁদের চার হাত এক হতে চলেছে।

উদয়পুরের এই প্রাসাদের খরচ শুনলে যে কোনও সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ হতে বাধ্য। রাজকীয় সেই হোটেলে মোট পাঁচ ধরনের ঘর রয়েছে। এখানে ভাড়া শুরু ৮০ হাজার থেকে। এরপর প্রিমিয়ার রুম, প্রিমিয়ার পুল ভিউ রুমের জন্য একরাতের খরচ ৮৫ হাজার থেকে ১ লক্ষ টাকা অবধি। এর উপরে ৮ লক্ষ থেকে ১১ লক্ষ টাকার বিলাসবহুল ঘরও রয়েছে সেখানে। উল্লেখ্য, এই প্রাসাদোপম হোটেলেই রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র শ্যুটিং হয়েছিল।
এত বছরেও ফিকে হয়নি অজয়-তাব্বুর কেমিস্ট্রি! ‘পাড়ার ছেলে’র জন্যই বুঝি আজও সিঙ্গল অভিনেত্রী?