Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: ব্যালকনির মতোই আইকনিক লর্ডসের ‘ঢাল’, জেনে নিন এর ঐতিহ্য ও ইতিহাস!বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখা
Paresh Rawal Hera Pheri 3 controversy

‘হেরা ফেরি ৩’ ছাড়ছেন না পরেশ? টি-শার্টে 'ডোন্ট কুইট' লেখা দেখেই নতুন জল্পনা নেটপাড়ায়

‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেই অনুরাগীদের হতবাক করেছিলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। ছবিতে তাঁর জনপ্রিয় চরিত্র ‘বাবুরাও গণপতরাও আপটে’-কে ঘিরে দর্শকদের আগ্রহ চিরকালই তুঙ্গে। 

‘হেরা ফেরি ৩’ ছাড়ছেন না পরেশ? টি-শার্টে 'ডোন্ট কুইট' লেখা দেখেই নতুন জল্পনা নেটপাড়ায়

পরেশ রাওয়াল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 12 June 2025 08:04

দ্য ওয়াল ব্যুরো: ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেই অনুরাগীদের হতবাক করেছিলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। ছবিতে তাঁর জনপ্রিয় চরিত্র ‘বাবুরাও গণপতরাও আপটে’-কে ঘিরে দর্শকদের আগ্রহ চিরকালই তুঙ্গে। তাই এই ঘোষণার পরই বলিউডে শুরু হয় চর্চা। গুঞ্জন, সৃজনশীল মতবিরোধ থেকেই ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দিয়েছেন তিনি। যদিও পরে সেই খবর উড়িয়ে দেন অভিনেতা।

কিন্তু বিতর্কের এখানেই ইতি নয়। শোনা যায়, ছবির অন্যতম প্রযোজক এবং মুখ্য চরিত্রাভিনেতা অক্ষয় কুমার বিশ্বাসভঙ্গের অভিযোগে পরেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার শহরের বাইরে ক্যামেরাবন্দি হন পরেশ। ধূসর রঙের একটি টি-শার্টে লেখা ছিল, ‘DON’T QUIT’— যা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।

অভিনেত্রী গীতা বসরা পরেশের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ক্যাপশনে লেখেন, “পরেশ রাওয়ালজির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল (জেলা গাজিয়াবাদের পর)।” সঙ্গে জুড়ে দেন পরেশের সেই ‘ডোন’t কুইট’ বার্তাবাহী পোশাকের ছবি।

এই জটিলতা নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন পরেশ। ২৫ মে সোশ্যাল মিডিয়ায় টুইট করে তিনি লেখেন, “আমার আইনজীবী অমিত নায়েক আমার ন্যায্য প্রস্থানের জন্য যথাযথ উত্তর পাঠিয়েছেন। যারা পড়বেন, তাঁরাই বুঝতে পারবেন আসল সত্যিটা।”

তবে ‘হেরা ফেরি ৩’ আদৌ পরেশ রাওয়াল ছাড়াই তৈরি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও প্রিয়দর্শন কি সত্যিই ‘বাবুরাও’-কে ছাড়াই এগোবেন? আপাতত সেই প্রশ্নেই আটকে রয়েছে অনুরাগীরা।

Paresh Rawal steps out in Dont Quit tshirt amid Hera Pheri 3 exit - India  Today

তবে আশার খবরও রয়েছে। এই দ্বন্দ্বের মাঝেও শোনা যাচ্ছে, প্রিয়দর্শনের আসন্ন ছবি ‘ভূত বাংলা’-য় একসঙ্গে দেখা যাবে অক্ষয় ও পরেশকে। সেই সঙ্গে ‘হেরা ফেরি ৩’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এও একত্রে স্ক্রিন শেয়ার করার কথা রয়েছে তাঁদের। ফলে বন্ধুত্বে তিক্ততা যতই আসুক, ক্যামেরার সামনে হয়তো এখনও ঝলক দেখাবেন ‘রাজু’ ও ‘বাবুরাও’!
 


ভিডিও স্টোরি