‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেই অনুরাগীদের হতবাক করেছিলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। ছবিতে তাঁর জনপ্রিয় চরিত্র ‘বাবুরাও গণপতরাও আপটে’-কে ঘিরে দর্শকদের আগ্রহ চিরকালই তুঙ্গে।
পরেশ রাওয়াল
শেষ আপডেট: 12 June 2025 08:04
দ্য ওয়াল ব্যুরো: ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেই অনুরাগীদের হতবাক করেছিলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। ছবিতে তাঁর জনপ্রিয় চরিত্র ‘বাবুরাও গণপতরাও আপটে’-কে ঘিরে দর্শকদের আগ্রহ চিরকালই তুঙ্গে। তাই এই ঘোষণার পরই বলিউডে শুরু হয় চর্চা। গুঞ্জন, সৃজনশীল মতবিরোধ থেকেই ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দিয়েছেন তিনি। যদিও পরে সেই খবর উড়িয়ে দেন অভিনেতা।
কিন্তু বিতর্কের এখানেই ইতি নয়। শোনা যায়, ছবির অন্যতম প্রযোজক এবং মুখ্য চরিত্রাভিনেতা অক্ষয় কুমার বিশ্বাসভঙ্গের অভিযোগে পরেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার শহরের বাইরে ক্যামেরাবন্দি হন পরেশ। ধূসর রঙের একটি টি-শার্টে লেখা ছিল, ‘DON’T QUIT’— যা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।
অভিনেত্রী গীতা বসরা পরেশের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ক্যাপশনে লেখেন, “পরেশ রাওয়ালজির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল (জেলা গাজিয়াবাদের পর)।” সঙ্গে জুড়ে দেন পরেশের সেই ‘ডোন’t কুইট’ বার্তাবাহী পোশাকের ছবি।
এই জটিলতা নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন পরেশ। ২৫ মে সোশ্যাল মিডিয়ায় টুইট করে তিনি লেখেন, “আমার আইনজীবী অমিত নায়েক আমার ন্যায্য প্রস্থানের জন্য যথাযথ উত্তর পাঠিয়েছেন। যারা পড়বেন, তাঁরাই বুঝতে পারবেন আসল সত্যিটা।”
তবে ‘হেরা ফেরি ৩’ আদৌ পরেশ রাওয়াল ছাড়াই তৈরি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও প্রিয়দর্শন কি সত্যিই ‘বাবুরাও’-কে ছাড়াই এগোবেন? আপাতত সেই প্রশ্নেই আটকে রয়েছে অনুরাগীরা।
তবে আশার খবরও রয়েছে। এই দ্বন্দ্বের মাঝেও শোনা যাচ্ছে, প্রিয়দর্শনের আসন্ন ছবি ‘ভূত বাংলা’-য় একসঙ্গে দেখা যাবে অক্ষয় ও পরেশকে। সেই সঙ্গে ‘হেরা ফেরি ৩’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এও একত্রে স্ক্রিন শেয়ার করার কথা রয়েছে তাঁদের। ফলে বন্ধুত্বে তিক্ততা যতই আসুক, ক্যামেরার সামনে হয়তো এখনও ঝলক দেখাবেন ‘রাজু’ ও ‘বাবুরাও’!