শেষ আপডেট: 4th January 2025 15:55
বয়স ৮৪ হলেও মনের দিক থেকে পরাণ বন্দ্যোপাধ্যায় এখনও প্রাণশক্তিতে ভরপুর একজন 'যুবক'। তাঁর নামটা শুনলেই মনে পড়ে নজরকাড়া সব অভিনয়, যা বহু বছর ধরে দর্শকদের মন জয় করে রেখেছে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়েছে, যা অনেককেই ভাবিয়ে তুলেছে। বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি কোথাও বলা হচ্ছে তিনি অতি সঙ্কটজনক অবস্থায় আছেন। কোথাও আবার দেখা যাচ্ছে তাঁর নাকি মৃত্যুও হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে পরাণের অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন, তাঁদের প্রিয় অভিনেতা কেমন আছেন, সেটি জানার জন্য। তাই এসবের পিছনে কতটা সত্যি, তা জানতে দ্য ওয়ালের তরফ থেকে যোগাযোগ করা হয় অশীতিপর অভিনেতার সঙ্গে।
জিজ্ঞেস করা হয়, 'শরীর কেমন আছে আপনার?'
উত্তরে পরাণ বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমি বেঁচে আছি, ভাল আছি।'
তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের কথা বলতেই, পরাণ জানান, 'হ্যাঁ, সকালবেলা আমি নিজেও খবরটা দেখেছি। আসলে প্রতি বছরই একবার করে এমন কিছু রটানো হয়, আর এখন তো তা নিয়ে ভাবিই না। তবে যাঁরা এসব রটাচ্ছেন, তাঁদের বলছি, দুঃখ পাবেন না, আমি একদম ফাইন।'
দীর্ঘ কেরিয়ারে বহুবার এমন গুজব শুনলেও পরাণ তাঁর প্রতিটি মুহূর্তে জীবনের উদযাপন করেছেন, আর পরাণের সেই আত্মবিশ্বাসী হাসি এখনও মুখে ঝলমল করে। বয়স বাড়লেও, অভিনেতার মনের উদ্দীপনা এবং সাহসিকতা আজও তাঁর তারুণ্য বজায় রেখেছে।
গত বছর অর্থাৎ ২০২৩-এও খবর ছড়িয়ে পড়ে, যে পরাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে তেমন কিছুই হয়নি। দিব্যি শুটিং করছিলেন তিনি। তখনও জানিয়েছিলেন, 'ঠান্ডা গরমে আমার সাউন্ড সিস্টেমটা একটু গন্ডগোল করছিল। আর অমনি রটে গেল, আমি নাকি গুরুতর অসুস্থ।'