মায়ের সঙ্গে পরমব্রত
শেষ আপডেট: 29 April 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: দিনটা ছিল ২৯ এপ্রিল। এমনই এক বৈশাখী দিনে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে কার্যত একা করে দিয়েছিলেন মা সুনেত্রা ঘটক। প্রয়াত হন সেই এগারো বছর আগে। তবে স্মৃতি বড় দায়! চাইলেই কি ভোলা যায়? আবারও এক ২৯ এপ্রিল। আ সমাজমাধ্যমের পাতায় স্মৃতি উজাড় করলেন অভিনেতা।
মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, "দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, আমার একা হয়ে যাওয়ার দিন৷ যেখানেই থাকো, ভাল থেকো মা।"
পরমব্রতের মা সুনেত্রা ঘটক ছিলেন পরিচালক ঋত্বিক ঘটকের ভাইঝি। বাংলা ছবি, সংস্কৃতির মধ্যেই তাঁর বেড়ে ওঠা। যদিও এটিই ওঁর একমাত্র পরিচয় নন। তিনি ছিলেন চিত্র সমালোচকও। স্বামী সতীনাথ চট্টোপাধ্যায়, নামী পত্রিকার চলচ্চিত্র বিভাগীয় সম্পাদক। ছোট বয়সে বাবাকে হারানোর পরমের জীবন জুড়েই ছিলেন মা। আজ ১১ বছর পার। তবু প্রতিনিয়ত মাকে আকড়েই বাঁচেন অভিনেতা।
আর মাত্র কয়েক মাস পর নিজেও বাবা হবেন তিনি। স্ত্রী পিয়া চক্রবর্তী অন্তঃসত্ত্বা। শীঘ্রই মুক্তি পাবে পরমব্রত পরিচালিত সিরিজ 'ভোগ'। সিরিজে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও পার্নো মিত্র। জানা গিয়েছে, পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন পরমব্রত। স্ত্রী প্রিয়া চক্রবর্তীর যাতে খেয়াল রাখতে পারেন এই সময়ে, সেই কারণেই এমন সিদ্ধান্ত তাঁর।