শেষ আপডেট: 8th December 2023 13:12
দ্য ওয়াল ব্যুরো: 'দশম অবতার'-এর সাফল্য উদযাপনের পরই নতুন ছবির কাজে জোরকদমে লেগে পড়লেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত জুলাই মাসেই এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। প্রধান দুই চরিত্রে দেখা যাবে দেব ও রুক্মিণীকে। সূত্রের খবর, ছবির নাম ‘টেক্কা’।
শুধু দেব-রুক্মিণীই নন, সিনেমটিতে দেখা যাবে আরও একটি জুটিকে। তাঁরা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। একসময় এই দু'জনের প্রেমের খবর ছিল হটকেকের মতো। তবে বিচ্ছেদ হয়ে গেলেও একসঙ্গে কাজ করেছেন 'শাহজাহান রিজেন্সি' ও 'শিবপুর' ছবিতে।
আসলে টলিউডে কোনওকিছুই ধ্রুবক নয়। আজ যাদের অম্লমধুর সম্পর্ক, কাল আবার তাদেরই গলায় গলায় ভাব দেখা যায়। বছরের শুরুতে 'ব্যোমকেশ' বানানো নিয়ে দেব-সৃজিতের বেশ চাপান-উতোর চলেছিল। কিন্তু মাসখানেকের মধ্যেই তাঁরা একসঙ্গে কাজের ঘোষণা করেন।
দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হতে চলা এই নতুন ছবি নিয়ে ইতিমধ্যে আগ্রহ বাড়ছে টলিপাড়ায়। কারণ চমক রয়েছে সঙ্গীত পরিচালকের নামেও। জানা গিয়েছে, এই নতুন সিনেমার সঙ্গীতের দায়িত্ব সামলাবেন অনুপম রায়। আগামী জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং।
অনুপমের সঙ্গে পিয়ার বিবাহবিচ্ছেদ এবং তার বছরখানেক পর পরমের সঙ্গে সম্প্রতি পিয়ার বিয়ে হওয়া নিয়ে কম জলঘোলা হচ্ছে না। এ বিষয়ে দু'পক্ষই অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। তবে সম্পর্কে শীতলতা থাকলেও কাজের ক্ষেত্রে তা অন্তরায় হয়নি, সেকথা বলাই যায়।
রুক্মিণীকে নিয়ে এই প্রথম কাজ করবেন সৃজিত। পাশাপাশি দেব এন্টারটেইনমেন্টের ব্যানারেও প্রথমবার ছবি বানাচ্ছেন তিনি। তাই একটা চ্যালেঞ্জ তো থাকবেই। এখন দেখার সৃজিত গোটা ব্যাপারটা কেমন সামলান। সব ঠিক থাকলে আগামী পুজোয় 'টেক্কা' মুক্তি পেতে পারে।