অবশেষে তিনি এলেন, নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই। এমনিতে তিনি 'লেটলতিফ' নন। তবে আজ হঠাৎ দেরি কেন?
শেষ আপডেট: 16 May 2025 21:12
দ্য ওয়াল ব্যুরো: ঠা-ঠা রোদ। পার্কস্ট্রিট চত্বরে ডাব-ঘোলের দোকানে লম্বা লাইন। স্থানীয় এক সাজানো-গোছানো রেস্তরাঁতে হঠাৎই সকাল থেকে সাজো সাজো রব। টলিকুইন আসবেন বলে কথা!
অবশেষে তিনি এলেন, নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই। এমনিতে তিনি 'লেটলতিফ' নন। তবে আজ হঠাৎ দেরি কেন? ঢুকেই এক গাল হাসি, সঙ্গে সরি! বললেন, 'পরমের জন্য দেরি হয়েছে গো...'। তিনি কোয়েল মল্লিক।
এ দিন তাঁরই আগামী ছবি 'সোনার কেল্লায় যখের ধন'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল শহরের বুকে। কোয়েল আসার কিছু সময় পর হাজির হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর একে একে বাকি তারকা। এসেই যদিও শুরু দু'জনের খুনসুটি। কোয়েল পরেছিলেন সাদামাঠা পোশাক। সঙ্গে খোলা চুল, মানানসই গয়না। তবু পরমের রসিকতা। বললেন, 'ওকে বললাম মেটগালায় যাবে বলে ভরদুপুরে এত সেজে এসেছ'। কোয়েলও ফেটে পড়লেন হাসিতে। যোগ দিলেন গৌরব চক্রবর্তীও।
এবারের যখের ধন যেন গত বছরগুলির থেকে অনেকটাই আলাদা। ট্রেলারেই স্পষ্ট, ভিএফএক্স উন্নত হয়েছে আরও। বেড়েছে৩ চেনামুখের সংখ্যাও। সোনার কেল্লা ও রহস্যের বন্ধুত্ব বহুদিনের। এ ছবিতে আবার রয়েছে মুকুল প্রসঙ্গও। আগামী ৩০ মে মুক্তি পাবে ছবি। দর্শকের এই ছবি কতটা ভাল লাগে এখন সেটাই দেখার।