শেষ আপডেট: 10th June 2023 08:01
টলিউডে ‘বিয়ে বিভ্রাট’, লহমাকে নিয়ে দড়ি টানাটানি পরম-আবিরের
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে নিয়ে কমেডি সিনেমা টলিউডে কম নেই। গত জামাইষষ্ঠীতেই মুক্তি পেয়েছিল ‘আবার বিবাহ অভিযান’। তারও আগে বেরিয়েছিল 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। যদিও সিনেমাগুলি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এবার বিয়ে নিয়ে আসতে চলেছে ত্রিকোণ প্রেমের মিষ্টি গল্প। যার নাম ‘বিয়ে বিভ্রাট’। শুক্রবার সে ছবিরই পোস্টার মুক্তি পেল সামাজিক মাধ্যমে।
ছবিতে এক নায়িকার বিপরীতে রয়েছেন দুই নায়ক। নায়িকার চরিত্রে আছেন লহমা ভট্টাচার্য, যাকে এর আগে জিতের সঙ্গে ‘রাবণ’ ছবিতে দেখা গিয়েছে। অন্যদিকে দুই নায়ক আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে পরম-আবিরকে ‘বাইশে শ্রাবণ’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘বাস্তুশাপ’-এর মতো ছবিতে দেখা গিয়েছে।
রম-কম হলেও ছবিটি মূলত মিউজিক্যাল ড্রামা। যেখানে লহমার চরিত্রটির গানের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পরমব্রতের চরিত্রটিকে। অন্যদিকে আবিরের চরিত্রটি একজন ইনডিপেন্ডেন্ট গায়কের, যার গান ইউটিউবে মুক্তি পায়। গান শেখাতে শেখাতে পরমব্রত প্রেমে পড়ে লহমার, এদিকে লহমা আবার ভালবাসে আবিরকে। শেষ অবধি কী হবে, এই নিয়েই ছবির গল্প।
ছবিতে মোট চারটি গান রয়েছে। গানগুলির পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। চারটি গানই লিখেছেন বারিষ। প্রথমে সিনেমাটির নাম ‘বিবাহ বিভ্রাট’ থাকলেও পরে তা বদলে যায়। ‘বিয়ে বিভ্রাট’ পরিচালনা করেছেন পরিচালক রাজা চন্দ। ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন পরমব্রত। এর পাশাপাশি প্রযোজনারও অংশীদার তিনি। খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পাবে এই সিনেমা।
‘মাছের ঝোল’ এখনও ভোলেননি দর্শকরা, ৬ বছর পরে ঋত্বিক-পাওলির জুটি আবার বড় পর্দায়