শেষ আপডেট: 19th February 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে উদিত নারায়ণের চুম্বন বিতর্ককে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। এ সবের মধ্যেই নেটিজেনদের মনে করিয়ে দিচ্ছেন ২০১৮ সালে ঘটা এক অপ্রীতিকর ঘটনার কথা, যা ঘটেছিল গায়ক পাপনের সঙ্গে। এক নাবালিকা প্রতিযোগীকে চুম্বনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পাপনের বিরুদ্ধে উঠেছিল যৌনহেনস্থার অভিযোগ। জল গড়িয়েছিল বহুদূর। কী করেছিলেন পাপন?
অপ্রাপ্তবয়স্কদের এক রিয়ালিটি শো-য়ে বিচারক হিসেবে এসেছিলেন পাপন। সেখানেই হোলি সেলিব্রেশন হচ্ছিল। গোটা সেলিব্রেশনটিই ফেসুবুকে লাইভ হচ্ছিল। আর সেখানেই হল সমস্যা। আচমকাই এক প্রতিযোগিনীর ঠোঁটে চুমু খেয়ে বসেন পাপন।
লাইভের ওই অংশটুকু ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এরপরেই শুরু হয় সমালোচনা। কনসেন্ট অর্থাৎ অনুমতি না নিয়েই চুমু খেয়েছেন পাপন-- ওঠে অভিযোগ। সুপ্রিম কোর্টের বিচারপতি পাপনের বিরুদ্ধে দায়ের করে এফআইআর। পাশ থেকে সরে যায় বিনোদন জগতের স্বনামধন্য গ্রুপ 'এসএল'। এমনকি ওই শো-র বিচারক পদ থেকে ইস্তফাও দিতে হয় পাপনকে।
মেয়েটির বাবা যদিও পাপনের বিরুদ্ধে কোনওরকম অভিযোগ দায়ের করেননি। বরং তাঁর বক্তব্য ছিল, তা নেহাতই স্নেহের বশে। এর মধ্যে কোনও বা যৌনগন্ধী অশ্লীলতা নেই। এক বিবৃতিতে পাপন নিজেও বলেন, তিনি বিবাহিত, তাঁর দুই সন্তান রয়েছে। স্নেহের বশেই চুমু খেয়েছিলেন তিনি। এর মধ্যে অন্য কোনও অনুভূতি ছিল না। কিন্তু তাঁদের কথায় কান দেয়নি শিশু সুরক্ষা বিভাগের কর্তারা। তাঁদের একটাই দাবি ছিল, অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন পাপন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয় সেই বিতর্ক। সমালোচনা কাটিয়ে আবারও কামব্যাক করেছেন পাপন। তাঁকে দেখা গিয়েছে বিচারকের আসনেও।