শেষ আপডেট: 26th January 2025 00:54
দ্য ওয়াল ব্যুরো: শাস্ত্রীয় সঙ্গীত এখন কেউ শুনতে আসেন না। আক্ষেপ ছিল সরোদ বাদকের। কিন্তু সারা পৃথিবীতে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যে কদর রয়েছে তা নিয়ে অনেকবার কৃতজ্ঞতা জানিয়েছেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। কিন্তু নতুন প্রজন্ম সাম্প্রতিককালে শাস্ত্রীয় সঙ্গীত শুনতে আসছেন দেখে আপ্লুত হয়েছেন তিনি। আজ যেন সেই আশা আরও একবার আলো জ্বেলে দিল তাঁর মনে।
শনিবার পদ্মসম্মান প্রাপকদের প্রথম তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে সরোদশিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদারের। যা অনুষ্ঠানিকভাবে ঘোষণা হতেই যারপরনাই আনন্দিত সংগীতশিল্পী। দ্য ওয়াল যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে, বোঝা গেল আজকের দিনে পণ্ডিত রবিশঙ্করকে বড্ড কাছে পেতে চাইছেন সরোদ বাদক।
পদ্মশ্রী তেজেন্দ্রনারায়ণের কথায়, “যখন ঘোষণা হয় তখন আমি খড়গপুর আইআইটির মঞ্চে বাজাচ্ছিলাম। সেখানে উদ্যোক্তারা এই সুখবর ঘোষণা করলেন। হল ভর্তি লোক আমার শুভেচ্ছা জানালেন। সে এক আলাদা অনুভূতি। আমার গুরুদের আশীর্বাদ, আমার বাবা-মার আশীর্বাদ আমাকে যে পথে চালিত করবার চেষ্টা করেছে সেই পথ ধরে সংগীত জীবনে যতটুকু করার করেছি। যে কোনও ধরনের পুরস্কার, আরও ভাল করে বললে এই ধরনের পুরস্কার পাওয়াটা অনেক বেশি অনুপ্রাণিত করে। দায়িত্বটাও বেড়ে যায় যাতে আরও ভাল কাজ করতে পারি।”
তিনি আরও বলেন, “আমার সকল শ্রোতা এবং বড়দের প্রণাম জানাই। ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই যাঁরা এই সম্মানের জন্য বিবেচিত করেছেন। পাশাপাশি আমার সমস্ত ক্লাসিকাল মিউজিকের বন্ধুদের ডেডিকেট করতে চাই এই সম্মান। কারণ তাঁদের ইচ্ছা আর আশীর্বাদ ছাড়া আমি চালিত হতে পারতাম না। এখনও অনেক কাজ বাকি আছে। বাকি জীবনে যাতে আরও অনেক কাজ করতে পারি তার জন্য সবাইকে বলব আমাকে আশীর্বাদ করবেন। শুধু বাজনা নয় সংগীতকে নিয়ে বৃহৎ প্রচার-প্রসার করতে চাই যা দেখে আগামী প্রজন্ম অনুপ্রেরণা পাবে।
সরোদ বাদকের কথায়, “এখানে বলে রাখতে হবে আজকের দিনে তিনজন গুরুত্বপূর্ণ মানুষকে ভীষণ মনে পড়ছে। উস্তাদ জাকির হোসেন, ওস্তাদ রশিদ খান এবং পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। জাকিরজি, যদি থাকতেন তাহলে যে কী খুশি হতেন— কারণ যখন আমি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম তখন উনি আলাদা করে আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই বছর সঙ্গীত নাটক অ্যাকাডেমি আওয়ার্ড পেয়েছিলেন জাকির হোসেন।”