Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Panchayat Season 4

Panchayat Season 4: কে কত আনা পেল বলে দাও না! পঞ্চায়েতে সর্বোচ্চ পারিশ্রমিক কার? নীনা কত পেলেন?

২০১৯-এ শুটিং শুরু হলেও ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’। আর তারপর থেকেই বদলে যেতে থাকে ভারতের ওয়েব সিরিজ জগতের ছবিটা। 

Panchayat Season 4: কে কত আনা পেল বলে দাও না! পঞ্চায়েতে সর্বোচ্চ পারিশ্রমিক কার? নীনা কত পেলেন?

'পঞ্চায়েত ৪'

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 26 June 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এ শুটিং শুরু হলেও ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’। আর তারপর থেকেই বদলে যেতে থাকে ভারতের ওয়েব সিরিজ জগতের ছবিটা। শহুরে ছাঁচ ভেঙে গ্রামবাংলার সরল জীবন, বাস্তবধর্মী সংলাপ, রাজনৈতিক ব্যঙ্গ এবং হৃদয়স্পর্শী গল্প—সব মিলিয়ে এই সিরিজ এক অন্যধারার জনপ্রিয়তা পেয়েছে।

‘পঞ্চায়েত’ কেবল একটা সিরিজ নয়, এটা এখন এক আবেগ। সিরিজের চতুর্থ সিজন মুক্তি পাচ্ছে ২০২৫-এর জুন মাসেই। আর এই নতুন সিজন শুরুর আগেই সামনে এল একটি গুরুত্বপূর্ণ তথ্য—‘পঞ্চায়েত সিজন ৪’-এর অভিনেতারা কে কত পারিশ্রমিক পাচ্ছেন?

জিতেন্দ্র কুমার – অভিষেক ত্রিপাঠী

সিরিজের মুখ্য চরিত্র অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করে দর্শকমনে বিরাট জায়গা করে নিয়েছেন জিতেন্দ্র কুমার। শহুরে যুবক হয়ে গ্রামের বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই তাঁর চরিত্রকে দিয়েছে এক অন্য রূপ। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘পঞ্চায়েত সিজন ৪’-এর প্রতি পর্বের জন্য জিতেন্দ্র পেয়েছেন ৭০,০০০ টাকা। যদি সিজনে মোট ৮টি পর্ব হয়, তাহলে তাঁর মোট পারিশ্রমিক দাঁড়াচ্ছে ৫.৬ লক্ষ। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও নির্মাতারা এই তথ্য নিশ্চিত করেননি, তবে এটি ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

নীনা গুপ্তা – মঞ্জু দেবী

গ্রামপ্রধানের স্ত্রী ও নামমাত্র প্রধান ‘মঞ্জু দেবী’-র চরিত্রে অভিনয় করে নীনা গুপ্তা এক অনন্য ছাপ ফেলেছেন। পর্দায় তাঁর সংলাপ, ব্যক্তিত্ব এবং কৌতুকের ছাপ দর্শকদের মনে গেঁথে রয়েছে। তিনি প্রতি পর্বের জন্য ৫০,০০০ করে পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গিয়েছে, অর্থাৎ পুরো সিজনের জন্য তাঁর মোট আয় ৪ লক্ষ।

রঘুবীর যাদব – ব্রিজভূষণ দুবেই

একজন অভিজ্ঞ এবং প্রশংসিত অভিনেতা হিসেবে রঘুবীর যাদব ‘প্রধানজি’র চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তাঁর সংলাপ বলার ধরন, অভিব্যক্তি সিরিজের অন্যতম সম্পদ। প্রতিটি পর্বের জন্য তিনি ৪০,০০০ করে পেয়েছেন, ফলে পুরো সিজনে তিনি আয় করেছেন ৩.২ লক্ষ।

চন্দন রায় – বিকাশ শুক্লা

‘সচিবজি’র বিশ্বস্ত সহকারী এবং একাধিক মজার পরিস্থিতির কেন্দ্রবিন্দু চন্দন রায় (বিকাশ চরিত্রে) সিরিজের প্রাণ। তাঁর সরল মুখ, সহজাত অভিনয় মন কেড়েছে দর্শকদের। তিনি প্রতি পর্বে ২০,০০০ পারিশ্রমিক পাচ্ছেন। অর্থাৎ মোট ১.৬ লক্ষ।

ফয়সাল মালিক – প্রহ্লাদ

বিকাশের বন্ধু, একজন নিষ্পাপ ও মর্মস্পর্শী চরিত্র ‘প্রহ্লাদ’-এর ভূমিকায় ফয়সাল মালিক প্রতিটি পর্বের জন্য পেয়েছেন ২০,০০০। তিনিও চন্দনের মতো মোট ১.৬ লক্ষ পারিশ্রমিক পাচ্ছেন।


ভিডিও স্টোরি