শেষ আপডেট: 26th July 2023 05:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির কাহিনি-চিত্রনাট্য লেখার সুবাদে দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় পরিচিত নাম পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dashgupta)। উত্তর কলকাতায় বেড়ে ওঠা এই যুবক অভিনয়ের ক্ষেত্রেও ভীষণ সাবলীল। মঞ্চেও তাঁর অভিনয় অনেকের নজর কেড়েছে। আর এবার নাটকের (theatre) জগতে ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন পদ্মনাভ। নির্দেশক (director) হিসাবে এই প্রথম তিনি মঞ্চস্থ করছেন একটি নাটক।
নাট্যদল রাসবিহারী শৈলুষিকের 'তঞ্চক প্রবঞ্চক', 'বিশ্বাসঘাতক', 'প্লে হাউজ'-এর মতো একাধিক সফল নাটক রয়েছে। এবার তাঁদের নতুন প্রযোজনা 'গোধূলি গগনে', যা প্রথমবার মঞ্চস্থ হতে চলেছে, আগামী ৬ আগস্ট ২০২৩, রবিবার। জ্ঞান মঞ্চে সেই নাটকের শো মঞ্চস্থ হবে। থর্নটন ওয়াইন্ডারের নাটক 'আওয়ার টাউন' অবলম্বনে এই বাংলা নাটকটি নির্মাণ করেছেন নাট্যকার ও নির্দেশক পদ্মনাভ দাশগুপ্ত। সিনেমায় কাজ করার পাশাপাশি সম্প্রতি বেশ কিছু উল্লেখযোগ্য নাটক লেখা ও অনুবাদের কাজ করেছেন তিনি। এরমধ্যেই অন্যতম এই 'গোধূলি গগনে'।
পদ্মনাভ জানিয়েছেন, এই নাটক ফেলে আসা সময়ের কোনও এক সাধারণ পাড়ার, সাধারণ মানুষের সামান্য জীবন, সংসার, ভালোবাসা, বিবাহ ও মৃত্যুর চিরায়ত মুহূর্তকে মঞ্চে জীবন্ত করে তুলবে। আশির দশকের অতি সাধারণ জীবন থেকে ক্রমশ সাইবার এজে হারিয়ে যাওয়া সেই পাড়ার রোজকার জীবনের আশা-নিরাশার, কান্না-হাসির, দোলাচলের রোজনামচা 'গোধূলি গগনে'। অভিনয়ে পদ্মনাভ দাশগুপ্ত, গৌতম পুরকায়স্থ, অর্জুন দাশগুপ্ত, শ্রমনা ঘোষ, নবনীতা দত্ত-সহ আরও অনেকে।
শনিবার থেকে কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব! টিকিট কীভাবে সংগ্রহ করবেন জেনে নিন