শেষ আপডেট: 21st September 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০২০। অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার 'পাতাল লোক'। হই হই করে চলেছিল ওটিটিতে। কবে আসবে এর দ্বিতীয় সিশন, সেই নিয়ে উদগ্রীব ছিল দর্শক। অ্যামাজনের তরফে জানানো হয় শীঘ্রই মুক্তি পেতে চলেছে পাতাললোক ২। দ্বিতীয় সিশনে কাস্টে নতুন সংযোজন তিলোত্তমা সোম। সিরিজে দেখা মিলবে ইশওয়াক সিং-এর।
পাতাল লোকের দ্বিতীয় পর্ব আসার খবর পেতেই উচ্ছ্বসিত সিনে প্রেমীরা। প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বে থাকবে আরও টানটান উত্তেজনা। থাকবে একাধিক টুইস্টও। বেশ কিছু রিপোর্ট বলছে, তিলোত্তমা ও ইশওয়াকের পাশাপাশি এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঝানু বড়ুয়া, নাগেশ কুকুনুর, গুল পানাগ ও অনুরাগ আরোরাকে।
এই সিরিজের দৌলতেই অনুগামীদের সঙ্গে ফের দেখা হবে 'হাতিরাম' জয়দীপ আহলাওয়াতের। এনিয়ে উচ্ছ্বসিত তিনিও। বলেন, 'প্রথম সিশনের থেকেও দ্বিতীয় সিশন জটিল।' ক্রিয়েটিভ রাইটার সুদীপ শর্মাকে ধন্যবাদ জানিয়ে জয়দীপের সংযোজন, 'যা জনপ্রিয় হয়ে গেছে ইতিমধ্যেই সে নিয়ে যে কোনও কাজ ফের ও করেনি তার জন্য ধন্যবাদ। ও সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছে। মানুষ যখন এই সিশন দেখবে, কিছু তো একটা হবে।'
দিল্লিতে ঘটে যাওয়া অপরাধের বিরুদ্ধে পুলিশের অঘোষিত লড়াইয়ের প্রতিচ্ছবি 'পাতাললোক'। ২০১০ সালে তরুণ তেজপালের উপন্যাস 'দ্য স্টোরি অফ মাই অ্যাসাসিনস'- থেকে গৃহীত। দ্বিতীয় সিশনে প্লটে তেমন কোনও পরিবর্তন নেই। এতেও দেশের আন্ডারওয়ার্ল্ড ও তার কর্মকাণ্ডকে তুলে ধরা হবে। এখন অবিনাশ অরুণ পরিচালিত পাতাললোক ২-তে হাতোড়া ত্যাগীরা কী ভাবে দর্শকের মনোরঞ্জন করে সেটাই দেখার।