শেষ আপডেট: 3rd January 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে মুক্তি পেয়েছিল পাতাললোক, যা কোভিডের বছরেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। চার বছরের দীর্ঘ অপেক্ষার পর এবার সেই জনপ্রিয় ওয়েব সিরিজের সিক্যুয়েল পাতাললোক ২ আসছে। আরও একবার সাহসী পুলিশ অফিসার হাতিরাম চৌধুরীর চরিত্রে ফিরছেন জয়দীপ আহলাওয়াত। সঙ্গে থাকছেন ইমরান আনসারির ভূমিকায় ইশওয়াক সিং। তবে সিরিজ মুক্তির আগে প্রকাশিত হয়েছে এর টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
টিজারে কী দেখা গেল?
পাতাললোক ২-এর টিজারে দ্বিতীয় সিজনের কোনও দৃশ্য দেখানো হয়নি, তবে গল্পের নতুন মোড়ের আভাস স্পষ্ট। টিজারে দেখা যায়, হাতিরাম মারধর খেয়ে একটি লিফটে আশ্রয় নিচ্ছেন, যা দ্রুত খারাপ হয়ে যায়। এরপর তিনি একটি গল্প বলতে শুরু করেন—এক ব্যক্তি তাঁর বিছানার নিচে থাকা একটি ছারপোকাকে মেরে ফেলায় গ্রামের মানুষ তাঁকে সাহসী বলে প্রশংসা করে।
কিন্তু এরপরই বিছানার নিচে অসংখ্য ছারপোকা ছড়িয়ে পড়ে, যা তাঁকে পুরোপুরি ঘিরে ফেলে। হাতিরামের ভাষায়, পাতাললোক এমনই এক ভয়ঙ্কর জায়গা, যেখানে পোকামাকড়ের উপদ্রব সব সময় বিরাজমান।
ইউটিউবে টিজারের কমেন্ট সেকশনে ভক্তরা সিজন ২-এর গল্প কেমন হতে পারে, তা নিয়ে নানা অনুমান করেছেন। কেউ বলেছেন, 'পোকামাকড়ের গল্প শুনে মনে হচ্ছে এবার অনেক অ্যাকশন দেখতে পাব।' আবার কেউ মন্তব্য করেছেন, 'প্রথম সিজন চমৎকার ছিল। আশা করি, নতুন সিজনও সেই মান ধরে রাখবে।'
কবে মুক্তি পাবে এই সিরিজটি?
এই সিজনে জয়দীপ আহলাওয়াত এবং ইশওয়াক সিং ছাড়াও থাকছেন নতুন চরিত্রে তিলোত্তমা সোম এবং গুল পানাগ। ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে আগামী ১৭ জানুয়ারি, শুধুমাত্র আমাজন প্রাইম ভিডিওতে। অবিনাশ অরুণ ধাওয়ারের পরিচালনায় এবং সুদীপ শর্মার প্রযোজনায় তৈরি এই সিরিজটি প্রযোজনা করেছে ক্লিন স্লেট ফিল্মজ।