শেষ আপডেট: 21st December 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো: ওপার বাংলায় নাটকের (এপারে যাকে টেলিফিল্ম বলা হয়) পরিচিত মুখ মোশাররফ করিম। এর পাশাপাশি টলিউডেও পরপর ছবি করছেন। তবে সিনেমা-নাটকের পাশাপাশি সিরিজেও এখন মোশাররফ করিম অন্যতম বড় নাম। দুই বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে তাঁর ‘মহানগর’ সিরিজ বেশ পছন্দ করেছেন দর্শকরা। বৃহস্পতিবার মুক্তি পাবে তাঁর আরও একটি নতুন সিরিজ, যার নাম—‘মোবারকনামা’।
দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। যেখানে দেখা গিয়েছে, এক উকিল ব্যর্থ কেরিয়ার নিয়ে ঘুরে বেরাচ্ছে। তাঁর নাম মোবারক। হঠাৎ একদিন তিনি ঠিক করেন, কোর্টকাছারির কাজবাজ ছেড়ে দেবেন। এমন সময় তাঁর কাছে একজন নতুন মামলা নিয়ে হাজির হন, যিনি তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করতে চান। এই নিয়েই যাবতীয় গল্প। নির্মাতারা জানিয়েছেন, এই সিরিজটিতে ব্যতিক্রম চরিত্রে দেখা যাবে মোশাররফকে।
সিরিজটির পরিচালনা করেছেন গোলাম সোহরাব। মোশাররফ করিম ছাড়া সিরিজটিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি-সহ প্রমুখ বাংলাদেশি অভিনেতা। হইচইয়ের দর্শকরা মাঝেমধ্যেই আক্ষেপ করে বলেন, এই ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি কনটেন্ট যতটা ভাল হয়, এপার বাংলার কনটেন্টগুলো সেই পর্যায়ে পৌঁছতেই পারে না। ‘কারাগার’, ‘মহানগর’-এর পর এবার বাংলাদেশের আরও একটি সিরিজ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার।
এর আগে মোশাররফের ‘মহানগর-২’ বেশ প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে। এবার ফের নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। নতুন সিরিজ প্রসঙ্গে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, “অভিনয়ের জন্য দারুণ একটা চরিত্র। চরিত্রটার নিজের সঙ্গে নিজের লড়াই চলে। এই টানাপোড়েনটা দারুণভাবে পরিচালক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কাজটা করে বেশ ভাল লেগেছে। আশা করি দর্শকদের পছন্দ হবে।”
উল্লেখ্য, মোশাররফ করিমের আরও একটি নতুন সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় দিন গুনছে। ব্রাত্য বসুর পরিচালনায় তাঁর দ্বিতীয় ছবি ‘হুব্বা’ খুব শিগগিরই সিনেমাহলে রিলিজ হবে। সেই ছবিতে হুগলির একসময়ের কুখ্যাত ডন হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। এছাড়াও আরও বেশ কয়েকটি বড় প্রোজেক্টের অফার তাঁর কাছে গিয়েছে। তবে এখনও কোনওটির প্রস্তাবেই সাড়া দেননি অভিনেতা।