‘পুতুল’ নেই, অস্কারে ‘অনুজা’
শেষ আপডেট: 24th January 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: শেষ দৌড়েই ইতি টানল ‘পুতুল’। অস্কারের সেরা ছবির বিভাগ থেকে বাদ পড়ল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’। ৩২৩টি পূর্ণদৈর্ঘ্য ছবি অ্যাকাডেমি পুরষ্কারের জন্য যোগ্যতা অর্জন করে, কিন্তু পরের পর্যায়ে মাত্র ২০৭টি ফিল্ম সেরা ছবির প্রতিযোগিতায় ঠাঁই পেয়েছিল। তবে আজ প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল ‘পুতুল’।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পরিচালক ইন্দিরা সোশ্যাল মিডিয়ায় অস্কার কর্তৃপক্ষকে একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এই বছর চারটি বিভাগে ‘পুতুল’ֹকে নির্বাচন করার জন্য আমরা অ্যাকাডেমির কাছে কৃতজ্ঞ। সেরা ছবি, সেরা মৌলিক ট্র্যাক, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সাধারণ তালিকায় মনোনয়ের অর্থ, এই ছবি সমস্ত বিভাগে প্রতিযোগিতা প্রতিযোগিতার যোগ্য। একটি স্বদেশী বাংলা ছবির প্রযোজনায় এবং পরিচালনা. ছিলেন একেবারে নবাগতরা, এমন এক ছবিকে বিবেচনার জন্য অস্কার টিমকে ধন্যবাদ জানাই।‘পুতুল’কে নিয়ে এত লেখালিখির জন্য ভারতীয় এবং মার্কিনি সংবাদমাধ্যমদেরও ধন্যবাদ। আমরা অস্কারের জন্য প্রচার করিনি এবং করবও না। এখন পর্যন্ত যা ঘটেছে তা গোটাটাই স্বাভাবিক প্রক্রিয়ায়। বিপুল সংখ্যক ফিল্মের মধ্যে অ্যাকাডেমির নির্বাচিত ছবি হয়ে ওঠাটাই, আমাদের কাছে এক বড় পুরষ্কার। এই যাত্রপথে পাশে থাকা এবং আমাকে বিশ্বাস করার জন্য সকলকে ধন্যবাদ!’
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ‘পুতুল’ ছাড়াও, এ বছর অস্কারের চূড়ান্ত তালিকায় ঠাঁই পায়নি ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘আদুজীবিথম: দ্য গোট লাইফ’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, ‘ব্যান্ড অফ মহারাজাস’, ‘কাঙ্গুভা, দ্য জেব্রা’, ‘গার্লস উইল বি গার্লস’ এবং ‘সন্তোষ’।
তবে অস্কার মঞ্চে ভারতীয় ছবির আশার আলো ক্ষীণ হলেও তা জ্বলছে। ২০২৫ সালের অস্কারে ভারতীয় প্রতিনিধিত্ব করছে গুনীত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ছবি ‘অনুজা’। ছবিটি সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ছবির এক্সিকিউটিভ ডিরেক্টর৷ তিনি বলেন, ‘অসাধারণ এই মুহূর্ত৷ গল্প বলার ধরনে আলাদা ক্ষমতা রয়েছে তা আরও একবার প্রমাণিত হল৷ আমি অ্যাডাম জে-কে নিয়ে সত্যি গর্বিত৷ সাজদা পাঠান ও অনন্যা দারুণ অভিনয় করেছেন৷ এই ছবির অংশ হতে পেরে আমি গর্বিত ৷’ প্রযোজক গুনীত মঙ্গা আবেগতারিত হয়ে বলেন, ‘অনুজার গল্প বলতে পেরে খুব খুশই৷ এই ছবি করতে গিয়ে একাধিক চড়াই-উতরাই পেরোতে হয়েছে৷ অনুজাকে গ্লোবাল স্টেজে পৌঁছে দিতে যাঁদের ভূমিকা রয়েছে তাঁদের কৃতজ্ঞতা জানাই৷ প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে ধন্যবাদ জানাই৷’
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে দু’বার অস্কারের ভোটিং ও নমিনেশন প্রক্রিয়া পিছিয়ে যায় ৷ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে দাবানলে যাঁরা প্রাণ হারিয়েছেন ২রা মার্চ তাঁদের সম্মান জ্ঞাপন করা হবে ৷