শেষ আপডেট: 31st January 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলে একটি অবাক করা ঘটনায় ২৭ বছর বয়সী একজন অনলিফ্যান পর্নস্টার মারা গিয়েছেন। নাম অ্যানা বেইত্রিজ পেরেইরা আলভেস, তিনি 'অ্যানা পলি' নামে পরিচিত। রিও ডি জেনেইরোতে এক হোটেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মারা যান তিনি। ওই সময় তিনি একটি 'থ্রিসম সেক্স' সিনের শুটিং করছিলেন একটি অনলাইন অ্যাডাল্ট কনটেন্ট সাইটের জন্য।
The US Sun-এর রিপোর্ট অনুযায়ী, অ্যানার মৃতদেহ হোটেলের একটি উঠানে পাওয়া যায়, যা একটি ফোরস্টার হোটেল ছিল। রিপোর্টে বলা হয়েছে, 'থ্রিসাম'-এর জন্য বারান্দায় শুট করা হচ্ছিল। একটি ঘনিষ্ঠ দৃশ্য শুট করার সময় তিনি বারান্দার রেলিং দিয়ে পড়ে যান।
অ্যানার সঙ্গে শুটিং করা দুই পুরুষ অভিনেতাও ঘটনাস্থলে ছিলেন, যখন পুলিশ অফিসার অ্যানার দেহের পাশে দাঁড়িয়ে ছিলেন। দু'জন অভিনেতা ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছেন, তবে তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
অ্যানার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, যাতে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা গিয়েছে। হোটেলের সিসিটিভি ক্যামেরাগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। বাইসাদা ফ্লুমিনেন্স হোমিসাইড ইউনিটের একজন মুখপাত্র বলেন, 'আমরা ঘটনার বিষয়টি পরিষ্কার করতে তদন্ত করছি। এটি একটি জটিল মামলা এবং আমরা কোনও কিছুই উড়িয়ে দিচ্ছি না, দুর্ঘটনা হতে পারে অথবা কোনও অপরাধও হতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।'
অ্যানার প্রেমিক পেদ্রো হেনরিক বলেন, 'এখন সব তথ্য পুলিশ হাতে রয়েছে এবং তাঁরা তদন্ত করছে। যদি কেউ দোষী হয়, তাহলে সে শাস্তি পাবে।' পরে, হেনরিক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'তুমি ছাড়া জীবন খুবই কঠিন। সময় যতই যাচ্ছে, হৃদয়ে শূন্যতা আরও বড় হয়ে যাচ্ছে।'