Date : 13th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কথায় কথায় ‘বাংলাদেশ যাও’, কিছু বিজেপি নেতা বড্ড বাড়াবাড়ি করছেন, তাঁরা বাঙালিকে চেনেন নাকামব্যাকের বিষয়ে আগরকরের সঙ্গে কথা বলতে চেয়েও সাড়া পাননি রাহানেবিহারে ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের ছড়াছড়ি!বাংলা ছবির অভিভাবক ছবি বিশ্বাস, জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তির সফরমারাঠি না বলায় পালঘরে মারধর অটোচালককে, প্রকাশ্যে ক্ষমা চাওয়ালেন শিবসেনা ও এমএনএস কর্মীরাআবার বিশ্বমঞ্চে বিমল রায়ের ‘দো বিঘা জমিন’, ভেনিস উৎসবে বিশেষ স্ক্রিনিংএক ধাক্কায় ২০ কেজি ওজন হ্রাস! গুরুতর রোগে আক্রান্ত করণ জোহর?‘ভেবেছিলাম ভুলেই গিয়েছে’, ১৩ বছর পরেও এত ভালবাসা পেয়ে আবেগঘন জেনেলিয়া‘বাবাকে ঠকিয়েছে, চুরিও করেছে’! অনু মালিককে নিয়ে বিস্ফোরক ভাইপো আমালআহত ঋষভকে নিশানা করে ইংল্যান্ডের শর্ট বল ষড়যন্ত্রে ক্ষুব্ধ গাভাসকর, সৌরভকে বিশেষ আর্জি
Anirban Bhattacharya-shooting

তিন নম্বর গানের ‘গুপি শুটিং’ শেষ! চার নম্বর মিউজিক ভিডিওর শুটিং বন্ধ অনির্বাণের

গত ১৪ই মে হুলিগানিজম’-এর তৃতীয় মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা ছিল। হয়নি। সূত্রের খবর ছিল, ‘অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কোনও টেকনিশিয়ান অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করবেন না। এক কথায় ‘অসহযোগিতা’। সূত্রের এও খবর ছিল ঠিক তার আগের দিন অর্থাৎ ১৩ই মে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয়েছে।’

তিন নম্বর গানের ‘গুপি শুটিং’ শেষ! চার নম্বর মিউজিক ভিডিওর শুটিং বন্ধ অনির্বাণের

অনির্বাণ

শেষ আপডেট: 30 June 2025 08:29

শুভঙ্কর চক্রবর্তী 


গত ১৪ই মে হুলিগানিজম’-এর তৃতীয় মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা ছিল। হয়নি। সূত্রের খবর ছিল, ‘অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কোনও টেকনিশিয়ান অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করবেন না। এক কথায় ‘অসহযোগিতা’। সূত্রের এও খবর ছিল ঠিক তার আগের দিন অর্থাৎ ১৩ই মে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয়েছে।’


২রা মে ‘দ্য ওয়াল’ প্রথম ব্রেকিং খবরটি প্রকাশ করে। শিরোনাম—পরম, অনির্বাণ, সুদেষ্ণারা করতে পারবেন না ছবি? টেকনিশিয়ানদের ‘আজীবন অসহযোগিতা’ সিদ্ধান্ত! ১লা মের ফেডারেশনের ডাকে যে মেগা মিটিং আয়োজন হয়, সিদ্ধান্ত হয় ‘কঠোর সিদ্ধান্ত’ নিতে পারে ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’। কী সেই কঠোর সিদ্ধান্ত’ এমন প্রশ্ন করা হলে আলোচনায় উপস্থিত এক সূত্র জানান ‘ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টের মামলায় কার (পরিচালকদের) কী বক্তব্য ছিল, তাও দেখানো হয়। এই মামলার বাইরেও যাঁরা, তাঁদের সমর্থন করছেন, তাঁদের বিষয়ে আলোচনা হয়েছে। এবং তা বেশ উত্তপ্ত পর্যায়ে পৌঁছয়। আলোচনায় একটাই কথা বারবার উঠে এসেছে তাঁদের প্রতি ‘আজীবন অসহযোগিতা!’ 


টেকনিশিয়ানদের সেই কঠোর সিদ্ধান্তই বহাল থাকল। আজ আবার স্থগিত থাকল অনির্বাণের শুটিং। অভিনেতা-পরিচালকের কথায় ‘দ্বিতীয়’ মিউডিক ভিডিওর শুটিং বন্ধ হয়েছে। অভিযোগ, গতকাল রাত থেকেই টেকনিশিয়ানরা আসবেন না বলে জানিয়ে দেন। অনেক টেকনিশিয়ান ফোন পর্যন্ত তোলেননি বলে অভিযোগ। 


আজ অর্থাৎ ৩০ জুন, দুপুর ১২টার সময় যোগেশ মাইম অ্যাকাডেমিতে একটি সাংবাদিক সম্মেলন করেন অনির্বাণ। সেখানেই তিনি গোটা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। 


অনির্বাণ বলেন, ‘কোনও টোকনিশিয়ানের তরফ থেকে আমার মেসেজ বা ফোন কলের জবাব পাইনি।’ পাশাপাশি এও বলেন, ‘শুটিং করার যে লড়াইয়ে তিনি রয়েছেন তা দীর্ঘ হতে পারে, এবং এই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত’। কিছুদিন আগে দেবের ‘রঘু ডাকাত’-এর শুটিং করলেন, অনির্বাণ। তিনি বলেন, ‘‘রঘু ডাকাত’-এর পর আমার হাতে আর কাজ নেই,’

 


প্রসঙ্গত, যাঁরা ফেডারশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এই মামলায় রয়েছে আরও বড় নাম, যেমন পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরি, বিদুলা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়দের মতো পরিচালকরা।  কিছু মাস আগে পরিচালক কিংশুক দে এবং পরে সুদেষ্ণা রায়ের ক্ষেত্রেও ঘটেছে শুটিংয়ে টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’। 


তবে সূত্রের খবর, আজ অনির্বাণের চতুর্থ মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়েছে। প্রথম দুটি গানের শুটিং বহুদিন আগেই হয়ে গিয়েছে। তিন নম্বর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে গত মে মাসে শেষের দিকে। কিছু অংশের শুটিং বাকি ছিল, তাও সম্পন্ন হয়েছে। গোটা মিউডিক ভিডিওর ইন্ডোর শুট হয়েছে, আর কিছু অংশ হয়েছে আউটডোরে। সূত্রের খবর, ‘এই শুটিংয়ে বিষয়ে কিছুই জানত না, ফেডারেশন’। টলিউড অন্দরমহলে, এমন শুটিং করাকে ‘গুপি শুটিং’ বলা হয়ে থাকে।


ভিডিও স্টোরি