শেষ আপডেট: 7 January 2023 09:29
দ্য ওয়াল ব্যুরো: দু'বছর আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। আজ, ৭ জানুয়ারি তাঁর জন্মদিন (Birth Anniversary)। কিন্তু বাবাকে তো আর হাতের কাছে পাওয়ার সুযোগ নেই। তাই তাঁর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন অভিনেতার পুত্র বাবিল খান (Babil Khan)। যার ছত্রে ছত্রে রয়েছে বাবাকে হারানোর যন্ত্রণা, শোক।
শনিবার সকালে বাবা-মার সঙ্গে তোলা পুরনো কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাবিল। এরমধ্যে কোনওটায় রয়েছে মুম্বইয়ের সমুদ্র পাড়ে মা-বাবার সঙ্গে খুনসুটির মুহূর্ত, কোনওটায় আবার দেখা গেছে বাড়ির মেঝেতে শুয়ে ঘুমাচ্ছেন ইরফান আর বাবিল। এমনকী বাবিলের জন্মের পর হাসপাতালে তাঁকে কোলে নিয়ে আদর করার ছবিও ধরা রয়েছে সেখানে।
সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, 'কিছু প্রশ্ন যা এখনও আমায় রাতে জাগিয়ে দেয়। যা আগে কখনও জিজ্ঞাসা করা হয়নি, আর কখনও জিজ্ঞাসা করা হবেও না। এখন এই প্রশ্নগুলো আমার নিজস্ব। ঠিক আছে, নিজেই নিজের উত্তর খুঁজে নেব। তোমার হাসিটা খুব মিস করি। মনে হয় না আর ওই হাসির খোঁজ কোনওদিন পাব। আমি এমন একটা দিনকে মনে করছি, যেদিন তুমি জন্মেছিলে।”
২০২০ সালের এপ্রিল মাসে ক্যানসারের সঙ্গে টানা যুদ্ধে হার মেনেছিলেন ইরফান। বাবার মৃত্যুতে সেসময় একেবারে ভেঙে পড়েছিলেন বাবিল। নিজেকে টানা দেড়মাস ঘরবন্দি করে রেখেছিলেন। সম্প্রতি তিনি অভিনয় জগতে ডেবিউ করেছেন। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'কালা' দিয়েই বলিউডে পা রেখেছেন বাবার সুযোগ্য পুত্র। সে সিরিজেরই প্রচার চলাকালীন এসব কথা খোলসা করেছিলেন বাবিল।
দিল্লি দুর্ঘটনায় মৃত অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ! বড় অঙ্কের টাকা দান করলেন 'কিং'