শেষ আপডেট: 6th November 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। বিয়ের ১২ বছর পর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। তবে এই দম্পতির দু'জনেরই তুমুল জনপ্রিয়তা থাকা সত্বেও ব্যক্তিগত জীবন একেবারেই প্রকাশ্যে আসতে দেন না তাঁরা। সেই মতোই এতদিন কিছুই শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়। তবে কয়েকদিন আগে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে 'সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি। সেখানে তাঁর বেবি বাম্প দেখে রীতিমতো হতবাক ভক্তরা।
এবার তিনি এক সাক্ষাৎকারে মা হওয়া নিয়ে এমন মন্তব্য করলেন, যা শুনে হতবাক রাধিকার অনুরাগীরা! জানালেন, তিনি নাকি মা হতেই চাননি। রাধিকার কথায়, গর্ভে সন্তান এসেছে বিনা প্ল্যানে। তাই তাঁর মনে যে বিরাট আনন্দ, এমনটা একেবারেই নয়।
সাধারাণত তারকাদের সিংহভাগ তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ খবর সমাজমাধ্যমে বিশেষ পোস্টের মাধ্যমে জানান। রাধিকা কিন্তু সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন। ১২ বছর পরে তিনি মা হতে চলেছেন অথচ কোনও খুশিই নেই। তাই হয়তো তার কোনও ছাপ দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়।
এবিষয়ে অভিনেত্রী বলেন, 'আমি আর আমার স্বামী কোনও ভাবেই পরিবার পরিকল্পনা করিনি। আর এই মুহূর্তে আমি প্রেগন্যান্সিরও কথা ভাবছিলামও না। আসলে আমার বেশ সমস্যা হচ্ছে। সব সময় অস্বস্তি হচ্ছে, বমি বমি লাগছে। মুড সুইং হচ্ছে। কথায় কথায় বিরক্ত হয়ে যাচ্ছি। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় প্রথম ১৩ সপ্তাহ জেরবার ছিলাম।'
তিনি আরও বলেন, 'যেহেতু গোটা ব্যাপারটা প্ল্যান করে হয়নি, তাই এই নিয়ে কোনও আনন্দ নেই আমার। অনেকেই আমায় বলেছে, সব সময়ে আনন্দে থাকা উচিত কারণ, আমি মা হতে চলেছি। কিন্তু আমার কী কী শারীরিক সমস্যা হচ্ছে, তা একমাত্র আমিই জানি। এর মধ্যে কীভাবে আনন্দে থাকব?'
নিজের প্রেগন্যান্সির কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, 'হতে পারে সবাই আমার মতো কষ্ট হয় না। বা আমার থেকেও হয়তো কেউ কেউ আরও অনেক বেশি কষ্ট পান। যেহেতু এসব নিয়ে পরিকল্পনা করিনি কখনওই, তাই অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয় এই সব নিয়ে কখনই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি।'