Latest News

করন জোহরের প্রেমে হাবুডুবু খেতেন ফারহা খান! কীভাবে সামলালেন নিজেকে!

দ্য ওয়াল ব্যুরো: সদ্য পেরিয়েছে ফারহা খানের জন্মদিন।‌ নৃত্য নির্দেশক, পরিচালক ফারহা ৫৬ বছরে পা দিলেন। তাঁর বরাবরের প্রাণোচ্ছ্বল ব্যক্তিত্বের জন্য বলিউডের প্রতিটা মানুষের কাছে তিনি প্রিয়। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ খোলেন না পরিচালক। তবুও ফাঁস হয়ে গেল তাঁর জীবনের এক গোপন রহস্য।

রহস্য ফাঁস করেছেন ফারহার দীর্ঘদিনের বন্ধু করন নিজেই। দীর্ঘদিন আগে সর্বভারতীয় এক চ্যানেলে টক শো’তে একসঙ্গে এসেছিলেন ফারহা, করন দু’জনে। ‘ইয়ারও কী বারাত’-এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রীতেশ দেশমুখ এবং সাজিদ খান। সেই অনুষ্ঠানেই করন মুখ ফসকে বলে ফেলেন, ফারহা তাঁর প্রেমে হাবুডুবু খেতেন। বিয়ে করার জন্য প্রোপোজও করেছিলেন! কথাগুলো যে করন সত্যি বলছেন, সেকথা অনুষ্ঠানে বসেই স্বীকার করেছিলেন ফারহা।

করনের মতে, শুরুটা হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শ্যুটিংয়ের সময়। সিনেমার শুটিংয়ের জন্য তখন টিমের সবাই ছিলেন স্কটল্যান্ডে। সেখানেই হুট করে পৌঁছে গিয়েছিলেন ফারহা। নানাভাবে ভাললাগা ব্যক্ত করতেন তিনি। করন বলেছেন, “হঠাৎ একদিন গভীর রাতে হোটেলে আমার ঘরে চলে এসেছিল ফারহা। ওর ঘরে নাকি ভূত আছে। ভয় পাচ্ছে একা থাকতে। তাই নাকি চলে এসেছে। আমি কি বোকা! এটা বুঝব না যে কেন এসেছিল!” কথাগুলো বলতে বলতেই হেসে গড়িয়ে পড়ছিলেন ফারহা, করন দু’জনেই।

অন্যদিকে ফারহা জানান, করনকে তিনি বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু ‘টেকনিক্যাল প্রবলেম’-এর জন্য করন সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন। কথাগুলো মজার ছলে‌ বলতে বলতে দু’জনেই জানিয়েছেন, তাঁরা এখন ভীষণ ভাল বন্ধু। ‘না’ শোনার পরে মন কষাকষি হয়নি দু’জনের মধ্যে। পরবর্তীতে শিরিশ কুন্দারকে বিয়ে করে ফারহার সুখের সংসার ভরে উঠেছে। এখন তিনি তিন সন্তানের মা।

নতুন বছরে নতুন কাজে হাত দেবেন ফারহা। ১৯৪২ সালের ব্লক ব্লাস্টার সিনেমা ‘সত্তে পে সত্তা’র রিমেকে রোহিত শেঠির সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন ফারহা। তার জন্য ভীষণই এক্সাইটেড পরিচালক।‌ সম্প্রতি একটি সাক্ষাৎকার বলেছেন, “ভগবান কিছু কেড়ে নিলে, কখনও তার দ্বিগুণ কিছু ফিরিয়ে দেন। আমার ভাই ও বন্ধু রোহিতের সঙ্গে নতুন বছরে একসঙ্গে কাজ করতে চলেছি। কবে ‘রোল ক্যামেরা অ্যাকশন’ বলব তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

You might also like