শেষ আপডেট: 12th April 2023 06:41
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় সম্পর্কের ভাঙা গড়া চলতেই থাকে। ক্যাটরিনা (Katrina Kaif) বা রণবীরের মতো অভিনেতারা একসময়ে সম্পর্কে থাকার পরেও নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন জীবনসঙ্গীর হাত ধরে। তবে তাঁদের মায়েরা যে এখনও ছেলেমেয়েদের পুরনো সম্পর্কের জের টেনে চলেছেন তা পরিস্কার গতকাল নীতু কাপুর (Neetu kapoor) এবং সুজান (Suzaan Turquotte) অর্থাৎ রণবীর ক্যাটরিনার মায়েদের পোস্ট যুদ্ধে। এর মধ্যেই ক্যাটরিনার একটি পুরনো ভিডিও হঠাৎই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ক্যাটরিনাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন তাঁর এবং নীতুর সম্পর্কের বিষয়ে। নীতু যে ক্যাটরিনাকে পছন্দ করেন না এই বিষয়ে ক্যাটরিনাকে প্রশ্ন করা হলে ক্যাটরিনার বক্তব্য, এ গুজব তৈরি হওয়ার পুরো দায় তিনি নিজের কাঁধেই নিতে চান। তাঁর নীরবতাই এই আলোচনার সুযোগ করে দিয়েছে। প্রায় আট থেকে ন'বছর ক্যাটরিনা নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে কোনওরকম আলোচনায় যেতে চাননি, সেই কারণেই তাঁকে নিয়ে অনেকেই অনেক কথা বলার অবকাশ পেয়েছে।
তবে তিনি ব্যক্তিগত ভাবে নীতুকে বেশ পছন্দই করেন এমনটাই জানান ক্যাটরিনা ওই সাক্ষাৎকারে। নীতুর পাশাপাশি, অভিনেত্রী প্রয়াত ঋষি কাপুরেরও প্রশংসা করেন। নমস্তে লন্ডন ছবির শ্যুটিংয়ের সময়ে দুজনে অনেক মজার মুহূর্ত কাটিয়েছেন বলে জানান ক্যাট।
প্রসঙ্গত, মঙ্গলবার নীতু তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন 'সাত বছর তোমার সঙ্গে সম্পর্কে থাকলেও তোমাকে যে বিয়ে করতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। আমার আঙ্কল ছ'বছর ডাক্তারি পড়লেও এই মুহূর্তে তিনি একজন পেশাদার ডিজে।' এই ইঙ্গিত যে ক্যাটরিনার দিকেই ছিল তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। বিতর্ক আরও জমে ওঠে যখন ক্যাটরিনার মা সুজান টারকোট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা 'আমাকে দারোয়ান এবং সিইওকে একইরকম সম্মান দেওয়া শেখানো হয়েছে।' এই বক্তব্য যে নীতুর বক্তব্যের পাল্টা তা বুঝতে অসুবিধা হয়নি কারুরই। এখন দেখার এই প্রসঙ্গে রণবীর এবং ক্যাটরিনা তাঁদের মায়েদের এই ঠান্ডা লড়াই সামলাতে কী পদক্ষেপ নেন।
ইনস্টাগ্রামে দুই মায়ের পোস্টযুদ্ধ! নেপথ্যে কি রণবীর-ক্যাটরিনার পুরনো প্রেম?