Latest News

নুসরত, নিখিল, যশের সম্পর্ক কোন জ্যামিতিক বাঁক নিচ্ছে, প্রেম দিবসে তিন জনেরই অর্থবহ পোস্ট

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার হট টপিক এই মুহূর্তে নুসরত, যশ আর নিখিলের সম্পর্কের রসায়ন। বছর দুই কাটতে না কাটতেই তাঁর নিখিল নুসরতের মাঝে এন্ট্রি নিলেন যশ, এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে মুখ খোলেননি নুসরত বা যশ কেউই। তবে নিথিল বা নুসরতের সোশ্যাল মিডিয়া পোস্ট স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে তাঁদের ঠান্ডা লড়াইকে।

ভালবাসার দিনে নিখিল ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে তার ক্যাপশন এমনভাবে লেখেন যা দেখে নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয়না যে সেটা নুসরতকে নিয়েই লেখা।

নিখিল লেখেন, “আমি দুঃখিত। কারণ তুমি আমায় যা প্রমিস করেছিলে, আমি সেটাকেই সত্যি ভেবেছিলাম! সময় বদলে গেছে, কেউ নতুন কাউকে বদলে নিয়েছে! কোনও ব্যাপার নয়, আমি একই আছি।”

যশের ইনস্টাগ্রামের দেওয়ালেও ছিল না প্রেমের আঁচ। ভালবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে দেখনদারি তাঁর কাছে ব্রাত্য। তবে ভালবাসার দিনে সুর এবং কথার মধ্যে দিয়ে ভালবাসা খুঁজেছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল গানের দু’টি লাইন। “চল না আহিস্তে, ইশক নয়া হ্যায়/ পহেলা ইয়ে ওয়াদা হামনে কিয়া হ্যায়।” নুসরতের সঙ্গে তাঁকে ‘ডিকশনারী’ প্রিমিয়ামেও দেখা গেছে, যা যথেষ্ট নজর কেড়েছে নেটিজেনদের।

আবার সোশ্যাল মিডিয়া স্টোরিতে যদিও ভালবাসাকে আগুনের সঙ্গে তুলনা করেছেন অভিনেতা। সেখানে লেখা, “ভালবাসা হল আগুন। কিন্তু সেই আগুন তোমার হৃদয়কে উষ্ণতা দেবে নাকি ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, সেটা বোঝা দায়।”

নুসরতও থেমে নেই! হৃদয় দিবসের রাতে হাতে সাদা ফুল নিয়ে তিনি নিজেও ছবি পোস্ট করেন। ক্যাপশন হিসেবে শুধু ‘হ্যাপি ভ্যালেন্টাুন্স ডে’-ই লেখা ছিল। তাই এবছরের তাঁর ভ্যালেন্টাইন কে তাই নিয়ে নেটাপাড়ার বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পারদ এখন তুঙ্গে!

You might also like