
ইনস্টাগ্রামে নুসরত জন্মদিনের সেই বিশেষ কেকের ছবি শেয়ার করেছেন। সাদা ধবধবে সেই কেকের মাঝেই রয়েছে ছেলে কোলে মায়ের ছোট্ট প্রতিকৃতি। মোমবাতির মায়াবি আলোতে চারপাশ সাজিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন ‘মা’ নুসরত।
সেই সঙ্গে তিনি লিখেছেন, আরও এক বছর বয়স বেড়ে যাওয়াকে এর আগে কখনও এত ভাল লাগেনি। আমি কৃতজ্ঞ।
নুসরতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। টলিউডের তারকারাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।