শেষ আপডেট: 31st May 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: রাহাত ফতে আলি খান থেকে নুসরত ফতে আলি খান (Nusrat Fateh ali khan grandson resembles his voice), সুফি সংগীতের জগতে একই পরিবারের দুই প্রজন্মের এই দুই শিল্পীর অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। এবার পারিবারিক সেই ট্র্যাডিশন বজায় রাখতে শুরু করলেন রাহাত ফতে আলি খানের ছেলে শাহজামান। সম্প্রতি একটি কনসার্টে তাঁর গানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
রাহাত ফতে আলি খানের ছেলের সেই ভিডিও টুইট করে এক নেটিজেনের বক্তব্য, শাহজামানের গলা অবিকল দাদু নুসরত ফতে আলি খানের (Nusrat Fateh ali khan) মতোই। তাঁর কথায়, এই গান শুনে কম বয়সি নুসরত ফতে আলি খানের গলাই যেন শুনছেন এমনটাই মনে হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে নুসরত ফতে আলি খানের বিখ্যাত গান 'কিন্না সোনা তেনু রব নে বানায়া' এই গানটি গাইছেন শাহজামান।
এই গলা শুনে গায়ে কাঁটা দিচ্ছে! মন্তব্য করেছেন অপর এক নেটিজেন। পাশাপাশি শাহজামানকে নুসরত ফতে আলি খান ২.০ বলেও বর্ণনা করেছেন একজন। প্রয়াত নুসরত ফতে আলি খানকে স্মরণ করে একজন লেখেন ঠিক এই কারণেই নুসরত শাহজামানকে ছোট থেকেই তাঁর অনুষ্ঠানে নিয়ে আসতেন যাতে গানের উপযুক্ত গলা ও কান তৈরি হয়।
বাবা এবং প্রয়াত দাদুর পথ অনুসরণ করে ধীরে ধীরে শাহজামানও যে একজন বড় সুফি সংগীত জগতের শিল্পী হয়ে উঠবেন তাঁর আভাস এখন থেকেই দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠানে প্রশংসিত হয়েছে তাঁর গায়কী। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারত সহ অন্যান্য দেশেও ইতিমধ্যেই জনপ্রিয় নুসরতের ফতে আলি খানের পৌত্র।
পায়ে পায়ে ১০ বছর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র, দীপিকা, করণের ডাউন মেমোরি লেন