শেষ আপডেট: 13th February 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সিনেমা মানেই বলিউড, আর বলিউড মানেই শাহরুখ খান—এমনটাই মনে করেন বিশ্বের অধিকাংশ মানুষ। কিন্তু ২০২৪ সালে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকা এই ধারণাকে পাল্টে দিয়েছে। ফোর্বসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, বলিউড নয়, দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাই এই তালিকার শীর্ষে রয়েছেন।
২০২৪ সালে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন আল্লু অর্জুন। জনপ্রিয় তেলুগু অভিনেতা ফোর্বসের বার্ষিক তালিকায় প্রথম স্থানে রয়েছেন, যার মোট সম্পদের পরিমাণ প্রায় '৩৫০ কোটি টাকা। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে তাঁর আসন্ন ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’।
পুষ্পা ২-এ কত পারিশ্রমিক পেয়েছেন?
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করা এই অ্যাকশনধর্মী সিনেমাটি ছিল সেই বছরের সবচেয়ে বেশি আয় করা ছবি। এবার এই ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা ২: দ্য রুল’-এর জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ছবিটির জন্য তিনি ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানিয়েছে মিন্ট ও ইকোনমিক টাইমস।
শীর্ষ তিনে জায়গা শাহরুখ খানের
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তামিল সিনেমার এই জনপ্রিয় অভিনেতার মোট সম্পদের পরিমাণ ৪৭৪ কোটি টাকা। ২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘বারিসু’ ও ‘লিও’ বিশাল ব্যবসা করেছে, যার মধ্যে ‘লিও’ বিশ্বব্যাপী আয় করেছে ৬১২ কোটি টাকা। এ ছাড়া ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (GOAT) ইতিমধ্যেই বছরের সবচেয়ে সফল তামিল সিনেমা হয়ে উঠেছে।
অন্যদিকে, শাহরুখ খান রয়েছেন তৃতীয় স্থানে। যদিও তাঁর সম্পদের পরিমাণ ৬৩০০ কোটি টাকা, যা আল্লু অর্জুন ও থালাপতি বিজয়ের সম্মিলিত সম্পদের চেয়েও অনেক বেশি, তবুও পারিশ্রমিকের দিক থেকে তিনি পিছিয়ে আছেন। ফোর্বসের তালিকায় শাহরুখই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বলিউড অভিনেতা, আর তারপরেই আছেন আমির খান, যাঁর মোট সম্পদের পরিমাণ ১৮৬২ কোটি টাকা।
একটি ছবির জন্য কত পারিশ্রমিক নেন আল্লু অর্জুন?
ফোর্বস, মানিকন্ট্রোল ও জি৫-এর প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন বর্তমানে প্রতি ছবির জন্য ১০০ থেকে ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। বলিউডের সীমানা ছাড়িয়ে ভারতের চলচ্চিত্র জগতে দক্ষিণী সিনেমার প্রভাব বাড়ছে, আর এই তালিকাই তার সবচেয়ে বড় প্রমাণ!