দক্ষিণ ভারতের এই অভিনেত্রীর পারিশ্রমিক সবচেয়ে বেশি!
শেষ আপডেট: 10th February 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা রশ্মিকা মান্দানা। এখন পুষ্পা ২–এর সাফল্যে আনন্দের চুড়োয় পৌঁছেছেন তিনি। সেই সঙ্গে প্রস্তুতিও শুরু করেছেন নতুন সিনেমার জন্য। এর মধ্যেই ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ছাওয়া। মারাঠা শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ঐতিহাসিক অ্যাকশন-ড্রামায় তাঁকে দেখা যাবে ভিকি কৌশলের বিপরীতে। এছাড়াও তিনি সলমন খানের সঙ্গে সিকান্দর ছবিতেও অভিনয় করছেন, যা মুক্তি পাবে মার্চে।
তবে, এত বড় বড় প্রজেক্টে কাজ করলেও রশ্মিকা মন্দানাই দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নন। এমনকি নয়নতারা কিংবা সামান্থা রুথ প্রভু, যিনি সিটাডেল: হানি বানি সিরিজের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, তাঁরাও এই তালিকার শীর্ষে নেই।
দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী এখন সাই পল্লবী। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এমনটাই জানা যাচ্ছে। আইএমডিবি, জাগরণ ইংলিশ এবং বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে, প্রতি ছবিতে পল্লবী ৩ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন!
জানা গেছে, থান্ডেল নামে একটি তেলুগু রোমান্টিক অ্যাকশন-থ্রিলারে নাগা চৈতন্যর বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী, সেখানে তিনি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত যুদ্ধভিত্তিক ছবি অমরান-এর জন্য তিনি ৩ কোটি টাকা পেয়েছিলেন, যা এবার বেড়ে গেছে।
এছাড়াও নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ট্রিলজিতে সীতা চরিত্রে অভিনয় করছেন সাই। ছবিতে রণবীর কাপুর থাকছেন রামের ভূমিকায় এবং রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশ। টাইমস অফ ইন্ডিয়া-র একটি প্রতিবেদন বলছে, এই ট্রিলজির প্রতিটি সিনেমার জন্য তিনি ৬ কোটি টাকা করে নিচ্ছেন, অর্থাৎ সম্পূর্ণ সিরিজের জন্য তাঁর পারিশ্রমিক ১৮-২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের পারিশ্রমিক:
তবে এই মুহূর্তে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে সাই পল্লবীই শীর্ষে রয়েছেন।