নয়ের দশকের জনপ্রিয় টিভি সুপারহিরো ‘শক্তিমান’-কে নিয়ে তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে। শুরুতে শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যেতে পারে শক্তিমানের ভূমিকায়।
‘শক্তিমান’
শেষ আপডেট: 14 June 2025 07:51
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের জনপ্রিয় টিভি সুপারহিরো ‘শক্তিমান’-কে নিয়ে তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে। শুরুতে শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যেতে পারে শক্তিমানের ভূমিকায়। তবে সাম্প্রতিক এক আপডেটে জানা যাচ্ছে, ছবির নির্মাতারা এখন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে আলোচনায় বসেছেন।
বলিউড বাবলের প্রতিবেদন অনুসারে, এই মেগা-বাজেট প্রোজেক্টটি তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানে। নির্মাতারা চান ভিএফএক্স, আবেগ এবং অ্যাকশনের নিখুঁত মিশেলে তৈরি হোক এক নতুন যুগের শক্তিমান। পরিচালনার জন্য ভাবা হচ্ছে মালায়ালম হিট ‘মিন্নাল মুরালি’র পরিচালক বেসিল জোসেফকে।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “নস্টালজিয়ার সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে শক্তিমানকে নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সনি পিকচার্স ছাড়াও দুটি আন্তর্জাতিক স্টুডিয়ো ও গীতা আর্টস এই প্রকল্পে যুক্ত রয়েছে।” সব মিলিয়ে চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির একত্রিকরণে তৈরি হতে চলেছে এই ছবি।
এদিকে আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত অ্যাটলি পরিচালিত একটি নতুন ছবির প্রস্তুতিতে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে।
আপাতত ‘শক্তিমান’ নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি ঠিকই, তবে যদি আল্লু অর্জুন এই ছবিতে সই করেন, তবে তাঁর কেরিয়ারে এটি হতে চলেছে এক বড় মাইলফলক। পাশাপাশি, ভারতীয় সুপারহিরো ঘরানাতেও যোগ হতে পারে নতুন এক আন্তর্জাতিক মানের অধ্যায়। চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন নির্মাতাদের পরবর্তী ঘোষণার দিকেই।