Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Shaktimaan movie

নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!

নয়ের দশকের জনপ্রিয় টিভি সুপারহিরো ‘শক্তিমান’-কে নিয়ে তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে। শুরুতে শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যেতে পারে শক্তিমানের ভূমিকায়। 

নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!

‘শক্তিমান’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 07:51

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের জনপ্রিয় টিভি সুপারহিরো ‘শক্তিমান’-কে নিয়ে তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে। শুরুতে শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যেতে পারে শক্তিমানের ভূমিকায়। তবে সাম্প্রতিক এক আপডেটে জানা যাচ্ছে, ছবির নির্মাতারা এখন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে আলোচনায় বসেছেন।

বলিউড বাবলের প্রতিবেদন অনুসারে, এই মেগা-বাজেট প্রোজেক্টটি তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানে। নির্মাতারা চান ভিএফএক্স, আবেগ এবং অ্যাকশনের নিখুঁত মিশেলে তৈরি হোক এক নতুন যুগের শক্তিমান। পরিচালনার জন্য ভাবা হচ্ছে মালায়ালম হিট ‘মিন্নাল মুরালি’র পরিচালক বেসিল জোসেফকে।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “নস্টালজিয়ার সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে শক্তিমানকে নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সনি পিকচার্স ছাড়াও দুটি আন্তর্জাতিক স্টুডিয়ো ও গীতা আর্টস এই প্রকল্পে যুক্ত রয়েছে।” সব মিলিয়ে চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির একত্রিকরণে তৈরি হতে চলেছে এই ছবি।

এদিকে আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত অ্যাটলি পরিচালিত একটি নতুন ছবির প্রস্তুতিতে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে।

আপাতত ‘শক্তিমান’ নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি ঠিকই, তবে যদি আল্লু অর্জুন এই ছবিতে সই করেন, তবে তাঁর কেরিয়ারে এটি হতে চলেছে এক বড় মাইলফলক। পাশাপাশি, ভারতীয় সুপারহিরো ঘরানাতেও যোগ হতে পারে নতুন এক আন্তর্জাতিক মানের অধ্যায়। চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন নির্মাতাদের পরবর্তী ঘোষণার দিকেই।


ভিডিও স্টোরি