শেষ আপডেট: 13th March 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি বর্তমানে বিরাট ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কারণটা কী? আসলে একটি সিনেমা হলে ঘটে যাওয়া একটি ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠেছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নোরা ফতেহি একটি ছোট্ট মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন।
মেয়েটিকে পপকর্ন দিতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই ভারসাম্য হারিয়ে পিছনের দিকে পড়ে যেতে থাকে সেই ছোট্ট মেয়ে। ঠিক তখনই সিটে বসে থাকা নোরার দেহরক্ষী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে তাঁর এই তৎপরতাতেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
View this post on Instagram
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন। কেউ কেউ দেহরক্ষীকে 'সুপারহিরো' বলে প্রশংসা করেছেন। অনেকেই ওই দেহরক্ষীর সতর্কতা ও দায়িত্ববোধের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন। এখনও পর্যন্ত ভিডিওগুলিতে অনেক কমেন্ট পড়েছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ারও করেছেন।