শেষ আপডেট: 5th February 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: একটি ভাইরাল ভিডিও, যা পোস্ট করা হয়েছে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিয়োর ক্যাপশনে বড় বড় করে লেখা 'বাঞ্জি জাম্পিং করতে গিয়ে খাদে পড়ে মারা গিয়েছেন নোরা ফতেহি।" এর পরেই চতুর্দিকে চাঞ্চল্য। ভক্তদের মাথায় হাত! সত্যিই কি নোরার সঙ্গে ঘটে গিয়েছে চরম অঘটন? অনুসন্ধান করতে গিয়েই উঠে এল আসল সত্য।
নোরার সহযোগী দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাতে জানানো হয়, যা রটেছে তা একেবারেই ভুয়ো ও মিথ্যে। ভাল আছেন নোরা। সুস্থ আছেন তিনি।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে মাঝপথে আটকে গিয়েছেন। কিছুতেই নিজেকে সেই আগল থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না তিনি। অনেক দূর থেকে সেই ভিডিয়ো নেওয়ায় মহিলার মুখও ঠিকমতো বোঝা যাচ্ছে না। তাতেই রটিয়ে দেওয়া হয়, মহিলাটি নোরা ফতেহি। এও রটানো হয়, তিনি আর বেঁচে নেই। তবে স্বস্তির খবর ডিজিটাল দুনিয়ায় এই খবর মিথ্যে ছাড়া আর কিছুই নয়।
এই মুহূর্তে নোরা অবশ্য ব্যস্ত আছেন তার লেটেস্ট রিলিজ 'স্নেক' নিয়ে। তার এই মিউজিক ভিডিয়ো এই মুহূর্তে সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রেন্ড করছে। নেটিফ্লিক্সের সিরিজ 'দ্য রয়ালস'এও দেখা যাবে তাঁকে। ওই সিরিজে নোরা ছাড়াও অভিনয় করেছেন ঈশান খাট্টার, ভূমি পেদনেকর, ডিনো মোরিয়া ও জিনাত আমান।