শেষ আপডেট: 19th September 2024 20:34
আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই পুজোর ছবির প্রচারে নামছেন নির্মাতারা। অন্যান্য প্রযোজনা সংস্থা তাদের ছবি মুক্তির কথা জানালেও এখনও নিজেদের পুজো রিলিজ নিয়ে চুপ এসভিএফ।
অথচ সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করেন, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবি আর পুজো একে অপরের পরিপূরক। আর তাঁদেরই কোনও পুজো রিলিজ নেই?
চলতি পুজোয় যে যে সিনেমা আসছে তার তালিকায় রয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’, পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’। এখনও অবধি নিজেদের পুজো রিলিজ নিয়ে কোনও ঘোষণা করেনি এসভিএফ।
দ্য ওয়ালের তরফে এসভিএফ-এর সঙ্গে যোগাযোগ করলে তারা বলছে, 'পুজো রিলিজ নিয়ে এখনও অবধি কোনও মিটিং হয়নি। নেগেটিভই ধরে নিতে হবে'। এসভিএফ-এর কথায়, ‘এই প্রথম আমাদের প্রোডাকশনের তরফে কোনও পুজো রিলিজ বাছাই করা হয়নি। রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে যে প্রজেক্ট আমরা নির্বাচন করেছিলাম তা ফলপ্রসূ হয়নি। আমাদের হাতে আরও চারটি ছবি আছে। কিন্তু সে সবই পুজোর পরে রিলিজ করা হবে’। অর্থাৎ এখনও যা খবর এবার হয়তো পুজোর বাজার থাকে ব্রাত্যই থেকে যাবে এসভিএফ।
শোনা যাচ্ছিল, রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘সন্তান’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর ওপরেই হয়তো ভরসা রাখবে প্রযোজনা সংস্থা।
বছরের শুরুতে বলা হয়েছিল একেনবাবু তিন বেরোবে পুজোয়। কিন্তু বাজেটের কারণে নাকি তারও এখনও গতিপ্রকৃতি বোঝা যাচ্ছে না।
প্রযোজনা সংস্থা মনে করছে, প্রথমত রাহুল মুখোপাধ্যায় ইস্যুতে ইন্ডাস্ট্রির যে কর্মবিরতি ছিল সে প্রভাব অবশ্যই পড়েছে তাদের পুজোর বাজারে। অন্যদিকে, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যেভাবে গোটা রাজ্য তোলপাড়, সেই আবহও পুজো রিলিজে একটা পরোক্ষ প্রভাব ফেলছে।
যদি এই পরিস্থিতিই হয়, তাহলে গত কুড়ি বছরে এই প্রথম বার পুজোয় কোনও ছবি থাকছে না এসভিএফের। 'সন্তান' ছবির পরিচালক রাজ চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, 'বাবলি'র পর এই ছবি নিয়েই অনেক উৎসাহ ছিল তাঁর। কিন্তু সেই ছবি মুক্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না তার কারণ অবশ্য এখনও দর্শাতে পারেননি পরিচালক।
সৃজিতের অবশ্য ‘টেক্কা’ মুক্তি পাচ্ছে পুজোয়। এই ছবি যৌথ ভাবে প্রযোজনা করছেন নিসপাল সিংহ রানে এবং দেব। তাঁরা দু'জনেই নাকি চেয়েছিলেন এই ছবি পুজোর পর মুক্তি পাক। সেই জায়গায় দাঁড়িয়েই রাজের তুরুপের তাস ছিল 'সন্তান'।
এখন দেখার এর মধ্যে কি এসভিএফ কোনও ঘোষণা করে, নাকি পুজোয় তাদের ছবি থেকে দর্শকদের বঞ্চিতই হতে হবে।