শেষ আপডেট: 5th August 2023 07:38
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পুরস্কারজয়ী আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের মৃত্যুর (Nitin Desai death) ঘটনায় শুক্রবার ৫ জনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল পুলিশ (Police)। শুক্রবারই নীতিনের স্ত্রী ইসিএল কমার্স নামে এক ঋণদাতা সংস্থার নামে অভিযোগ দায়ের করেছিল। ওই কোম্পানির বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন প্রয়াত আর্ট ডিরেক্টরের স্ত্রী নেহা। তারপরেই কোম্পানির পাঁচজন কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করা হল।
উল্লেখ্য, ইসিএল ফাইন্যান্স হল এডেলওয়েস গ্রুপের একটি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স শাখা। ২০১৬-১৮ সময়কালের মধ্যে এই কোম্পানিই নীতিন দেশাইয়ের ফার্ম এনডি’স আর্ট ওয়ার্ল্ডকে ১৮১ কোটি টাকা ধার দিয়েছিল। সম্প্রতি পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পেরেছে যে, প্রায় ২৫২ কোটি টাকা ঋণের ভারে জর্জরিত ছিলেন বলিউডের এই শিল্প নির্দেশক। আদালত তাঁকে সম্প্রতি দেউলিয়া ঘোষণা করেছিল। পরে ময়নাতদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয় নীতিন আত্মঘাতী হয়েছেন।
সূত্রের খবর, নীতিনের কোম্পানি ওই বিপুল পরিমাণ টাকা ঋণ নেওয়ার পর থেকেই ক্রমশ তলিয়ে যেতে থাকে। এরপর ২০২০ সাল কোভিড পরিস্থিতি ও লকডাউনের জেরে তাঁর আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। জানা গেছে, সম্প্রতি নীতিনের কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করেছিল আদালত। তারপরেই চরম সিদ্ধান্ত নেন এই বিখ্যাত শিল্প নির্দেশক।
যেই মানুষটা নিজের কর্মজীবনে ‘দেবদাস’, ‘যোধা আকবর’-এর মতো এত রাজকীয় সেট বানাল, তাঁর শেষ জীবন কেন এত দুর্দশায় কাটল? বলিউডে তাঁর কাছের মানুষরা কি বিন্দুমাত্র টের পেলেন না? নাকি জেনেও পাশে দাঁড়ালেন না? এমনই অজস্র প্রশ্ন রেখে গেল নীতিন দেশাইয়ের অকালমৃত্যু।
নীতিন দেশাইয়ের মৃত্যুতে ঋণদাতা সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকলেন শিল্প নির্দেশকের স্ত্রী